ইরানের শাসনব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে: রেজা পাহলভি

Jan 17, 2026

ইরানের শাসনব্যবস্থা পতনের দ্বারপ্রান্তে: রেজা পাহলভি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইরানের বর্তমান শাসনব্যবস্থা ‘পতনের দ্বারপ্রান্তে’ পৌঁছেছে বলে দাবি করেছেন নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।পাহলভি আরও দাবি করেন, দেশটির কর্তৃপক্ষের সহিংস দমন-পীড়ন আসলে জনগণকে ভয় দেখানোর একটি ‘শেষ চেষ্টা’।তিনি জানান, তিনি নাগরিক অসহযোগ ও অহিংস আন্দোলনের পক্ষে। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘হামলার শিকার হলে ইরানিদের আত্মরক্ষার অধিকার রয়েছে’।নির্বাসিত এ যুবরাজের ভাষায় ‘সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহু আগেই ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।’ এছাড়া তিনি ইসলামি প্রজাতন্ত্রকে ‘দেশের অভ্যন্তরীণ শত্রু’ হিসেবে আখ্যায়িত করেন।বর্তমান শাসনব্যবস্থা পতনের সম্ভাবনার কথা উল্লেখ করে রেজা পাহলভি নিজেকে একটি অন্তর্বর্তীকালীন চরিত্র হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, পরিস্থিতি বদলে গেলে তিনি একজন ‘নিরপেক্ষ মধ্যস্থতাকারী’ হিসেবে ভূমিকা পালন করতে প্রস্তুত থাকবেন। এর আগে ডিসেম্বরে ইরানের মুদ্রার পতন ও মূল্যস্ফীতি হওয়ায় জনগণ বিক্ষোভ শুরু করেন। পরে সেই বিক্ষোভ বর্তমান শাসনব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। 

বিভাগ