মন রেগা বাঁচাও সংগ্রাম সফল করতে কংগ্রেস ভবনে বৈঠক

Jan 18, 2026

মন রেগা বাঁচাও সংগ্রাম সফল করতে কংগ্রেস ভবনে বৈঠক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

মনরেগা আইন পুনর্বহালের দাবিতে রাজ্যজুড়ে আন্দোলন সংঘটিত করবে প্রদেশ কংগ্রেস। পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রে চারটি জোনাল সমাবেশ করবে জাতীয় কংগ্রেস ।এই বিষয়গুলি নিয়ে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

মন রেগা আইন বাতিল করে কেন্দ্রীয় সরকার ভি বি জি-রাম-জি নামে এক নতুন আইন প্রচলন করতে চলেছে।   ইতিমধ্যেই এই বিষয়ে আনা বিল লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনে পাশ হয়ে গেছে ।   এর উপর রাষ্ট্রপতির সীলমোহর পড়েছে। নতুন এই আইন বাতিল করে মন রেগা আইন পুনর্বহালের দাবিতে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস ৮ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পঁয়তাল্লিশ দিন ব্যাপী দেশ ভর আন্দোলন সূচি গ্রহণ করেছে।এই আন্দোলন কর্মসূচির নাম করণ করা হয়েছে মন রেগা বাঁচাও সংগ্রাম । এই আন্দোলন সুচির অঙ্গ হিসেবে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস চারটি জোনালে সমাবেশ কর্মসূচি হাতে নিয়েছে। রাজ্যেও একটি রাজ্য ভিত্তিক কর্মসূচি হবে ।এই বিষয়গুলি নিয়ে শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় ।এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ,কংগ্রেস দলের পরিষদীয় নেতা তথা বিধায়ক বিরজিত সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস, কংগ্রেস দলের সিডাব্লিউসি সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য প্রদেশ নেতৃবৃন্দ ।এই বৈঠক প্রসঙ্গে কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিসিসি সভাপতি আশীষ কুমার সাহা জানান, সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের গৃহীত আন্দোলন ছুটি মনরেগা বাচাও সংগ্রাম। এই কর্মসূচি বাস্তবায়িত করতে রাজ্যেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে ।এই উদ্যোগ এবং কর্মসূচি গুলি সাফল্যমন্ডিত করে তুলতে রাজ্যের সকল স্তরের কংগ্রেস কর্মী সমর্থক এবং জনগণের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি জানান, মন রেগা থেকে রাজ্যের প্রায় নয় লক্ষ জব কার্ড বাতিল করা হয়েছে। এই বঞ্চিত রেগা শ্রমিকদের ঐক্যবদ্ধ করে তোলার মধ্য দিয়েই আন্দোলন সংঘটিত করা হবে।

 

 জানা গেছে এই ধরনের বৈঠক প্রদেশ কংগ্রেসের অধীন সব কটি জেলাতে আহ্বান করা হবে ।প্রদেশ কংগ্রেস প্রতিনিধিরা এই বৈঠকগুলিতে উপস্থিত থাকবেন ।প্রতিটি গ্রাম পঞ্চায়েত ,ভিলেজ কমিটি এবং মহাকুমা কমিটি গুলির অধীনেও অনুরূপ আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

বিভাগ