পশ্চিম জেলা ভুক্তা আদালতের সভাপতি গৌতম সরকারের বিরুদ্ধে   নেশাগ্রস্ত অবস্থায় অফিসে আসার অভিযোগ!

Jan 18, 2026

পশ্চিম জেলা ভুক্তা আদালতের সভাপতি গৌতম সরকারের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় অফিসে আসার অভিযোগ!

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

পশ্চিম জেলা ভুক্তা আদালতের সভাপতি গৌতম সরকারের বিরুদ্ধে প্রতিদিন অফিসে মদ খেয়ে আসা এবং অফিস স্টাফদের সাথে দুর ব্যবহার করা নিয়ে  সরব ত্রিপুরার বার এসোসিয়েশনের আইনজীবীরা ঘটনা পশ্চিম ত্রিপুরার গোর্খা বস্তি ভূক্তা  আদালতে!  অভিযোগ তিনি নেশাগ্রস্ত অবস্থায় অফিসে আসেন! চেম্বারে বসেই মদ্যপান করেন বলে অভিযোগ!অফিস স্টাফদের  সাথে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ! গোটা ঘটনায় ক্ষুব্ধ আইনজীবী এবং অফিস কর্মীরা! ঘটনাস্থলে এনসিসি থানার পুলিশ সহ সকল আইনজীবীরা! উনার বরখাস্তের দাবিতে আন্দোলনের শামিল হয় তারা!

 

 

বিভাগ