চোরের বাড়িতে চুরি করা বাইক স্কুটির গোডাউনে হানা পুলিশের ।উদ্ধার চুরি যাওয়া দুটি স্কুটি এবং একটি বাইক। গ্রেফতার কুখ্যাত বাইক চোর তথা সমাজদ্রোহী কমল দে। ঘটনা আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকায়।
আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকার বাসিন্দা কমল দে কোন কাজই করেন না ।তিনি তারপরও দামি দামি জামা কাপড় ,একটার পর একটা নতুন মোবাইল সেট এবং দ্বিচক্র জান নিয়ে ঘুরে বেড়ান ।তার এই বাবুয়ানা এলাকাবাসীর মধ্যে সন্দেহ জাগায়।আর এলাকাবাসীর এই আশঙ্কায়ই সত্যে পরিণত হলো শুক্রবার রাতে । শুক্রবার রাতে আচমকা আমতলী থানার পুলিশ অশ্বিনী মার্কেট এলাকার কমল দের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। অভিযানে তার বাড়ি থেকে পুলিশ দুটি স্কুটি এবং একটি বাইক উদ্ধার করে ।এইগুলি বাড়ির পেছনের একটি ঘরে রাখা ছিল।এই ঘটনায় কমল দে কে পুলিশ গ্রেপ্তার করে ।পুলিশি অভিযানের এই নেপথ্যে রয়েছে একটি স্কুটি চুরির ঘটনা । আগরতলা বই মেলা চলাকালীন সময় গত ১১ জানুয়ারি হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের উল্টোদিক থেকে সুকান্ত পাল নামে এক ব্যক্তির একটি স্কুটি চুরি হয়ে যায়। এই স্কুটির নম্বর ছিল টি আর ০১ এ ই ৭৭২৭ ।সুকান্ত পাল বিভিন্ন স্থানে তার হারিয়ে যাওয়া স্কুটির হদিশ চালিয়ে ব্যর্থ হয়ে শুক্রবারে আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই অভিযোগ পেয়ে আমতলী থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালায়। এই অভিযান কালেই আমতলী থানার পুলিশের কানে আসে অশ্বিনী মার্কেট এলাকার কমল দের বিভিন্ন ঘটনাবলী ।পুলিশ আচমকা তার বাড়িতে অভিযান চালায়। এই অভিজানেই দুটি স্কুটি এবং একটি বাইক উদ্ধার করে পুলিশ ।একই সাথে তাকেও গ্রেফতার করে পুলিশ। শনিবার আমতলী থানার এসডিপিও পারমিতা পান্ডে এই সংবাদ জানান। তিনি জানান ,উদ্ধার করা স্কুটি ও বাইকগুলির মধ্যে একটি ছিল সুকান্ত পালের স্কুটি। উদ্ধার হওয়া অপর স্কুটি এবং বাইকের কোন নম্বর প্লেট ছিলোনা ।তিনি আরো জানান ,ঘটনার তদন্ত শুরু হয়েছে । ধৃত অভিযুক্ত কমল দে কে পাঁচদিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালানো হবে। তদন্তের পর উদ্ধার করা বাইক এবং স্কুটিগুলির প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হবে।
আমতলী থানার এসডিপিও পারমিতা পান্ডে জানান ,ধৃত অভিযুক্ত কমল দের বিরুদ্ধে আগেও বেশ কিছু চুরির অভিযোগ রয়েছে বলে জানা গেছে । পাশাপাশি সে অসামাজিক কাজে জড়িত বলেও খবর পেয়েছে পুলিশ। সমস্ত ঘটনার তদন্ত করা হবে বলে জানান তিনি।