ইরানে সরকার পতনে বিশ্বকে যে আহ্বান জানালেন রেজা পাহলভি

Jan 18, 2026

ইরানে সরকার পতনে বিশ্বকে যে আহ্বান জানালেন রেজা পাহলভি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইরানের শেষ শাহ-র (রাজা) ছেলে রেজা পাহলভি ইরানের সরকার পতনে বিশ্বকে সহায়তার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন পুরো বিশ্ব যেন বিক্ষোভকারীদের সহায়তা করে। এর অংশ হিসেবে বিপ্লবী গার্ডের ওপর হামলার আহ্বান জানিয়েছেন তিনি।শুক্রবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রেজা বলেন, ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটবেই। এটি হবে নাকি হবে না, প্রশ্ন সেটি নয়। পতন কখন হবে প্রশ্ন হলো সেটি।তিনি বিপ্লবী গার্ডের ওপর সার্জিক্যাল হামলা চালাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। রেজা বলেছেন, বিপ্লবী গার্ডের ওপর হামলা চালালে আমাদের কাজ আরও সহজতর হবে এবং আরও প্রাণহানি আটকানো যাবে।গত ২৮ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এরপর এক সপ্তাহের ব্যবধানে এটি সহিংস রূপ ধারণ করে। গত বৃহস্পতি ও শুক্রবার রেজা পেহলভির কথায় হাজার হাজার মানুষ রাজপথে নামেন। কিন্তু ইরানের নিরাপত্তাবাহিনী এটি শক্তহাতে দমন করে।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ওই আন্দোলনে দুই হাজারের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।ইরান সরকার জানিয়েছে শত্রুদের প্ররোচণায় দাঙ্গাবাজরা এসব হত্যাকাণ্ড ঘটিয়েছে।গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইরানে ইন্টারনেট বন্ধ হয়ে আছে। ফলে ঠিক কত মানুষ হতাহত হয়েছেন সেটি এখনো স্পষ্ট নয়। রেজা পাহলভি আজকের সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি ইরানে ফিরবেন এবং দেশটির সংবিধান পরিবর্তন করবেন। তিনি দাবি করেন, ইরানের নিরাপত্তাবাহিনী বিক্ষোভকারীদের ওপর হামলা চালাতে চায়নি। তাই সরকার অন্য দেশ থেকে মিলিশিয়াদের এনে বিক্ষোভ দমন করেছে।ইরানে পরবর্তীতে কে নেতা হবেন এমন প্রশ্ন করা হলে রেজা পাহলভি বলেন, এটি ইরানের মানুষ ঠিক করবে। আমি শুধু তাদের স্বাধীন হতে সহায়তা করছি।

বিভাগ