সালেমা মহারানী থেকে রিয়াজ দেববর্মা নামে একজনকে আটক

Oct 27, 2025

সালেমা মহারানী থেকে রিয়াজ দেববর্মা নামে একজনকে আটক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  গত ২৩ শে অক্টোবর বনধ সমর্থনকারীরা যে হামলা চালিয়েছিল শান্তিবাজারে, তার পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল গভীর রাতে সালেমা মহারানী থেকে রিয়াজ দেববর্মা নামে একজনকে আটক করেএবং শান্তিবাজার থেকে রত্নদ্বীপ রুদ্র পাল নামে একজনকে আটক করে। পুলিশ মুখ খুলতে নারাজ।