শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে অনুষ্ঠীত হয় মহকুমা ভিত্তিক বিজয়া সন্মেলন।

Oct 28, 2025

শান্তির বাজার মুকুট অডিটরিয়ামে অনুষ্ঠীত হয় মহকুমা ভিত্তিক বিজয়া সন্মেলন।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    বাঙ্গালীর শ্রেষ্ঠ উৎসব দূর্গেৎসবকে কেন্দ্রকরে এইবছর শান্তির বাজার মহকুমায় বোকাফা আর ডি ব্লক, জোলাইবাড়ী আর ডি ব্লক, শান্তির বাজার পুরপরিষদ ও শান্তির বাজার তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্দ্যোগে অনুষ্ঠীত করহয় মহকুমা ভিত্তিক বিজয়া সন্মেলন।  এই বিজয়া সন্মেলনে এইবছর দূর্গাপূজায় জোলাইবাড়ী ব্লক এলাকাথেকে তিনটি পূজা, বোকাফা আর ডি ব্লক থেকে তিনটি পূজা ও শান্তির বাজার পুর পরিষদ থেকে তিনটি পূজাকে বাছাইকরে পুরষ্কৃত করাহয়।  তিন জায়গাথেকে বিভিন্ন পূজা পরিদর্শনকরে বিচারক মন্ডলির রায়অনুযায়ী প্রথম, দ্বীতিয় ও তৃত্বীয় স্থানাধিকারী নির্ধারন করে পুরষ্কৃত করাহয়। প্রদীপ প্রজ্বলনেরমধ্যদিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভসূচনাকরেন শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য।  উদ্ভোধকের পাশাপাশি আজকের অনুষ্ঠানে উপস্থিতছিলেন শান্তির বাছার মহকুমাশাসক সঞ্জীব চাকমা, শান্তির বাজার পুরপরিষদের ভাইসচেয়ারম্যান সত্যব্রত সাহা, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌঁধুরী, শান্তির বাজারের বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, জোলাইবাড়ীর বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা।  আজকের অনুষ্ঠানে স্বাগতভাষন রাখেন শান্তির বাজার তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনুপম পাল।  তিনি স্বাগত ভাষন রাখতেগিয়ে অনুষ্ঠানের মূল বিষয়বস্তু জনসন্মুখে তুলেধরেন। অপরদিকে অনুষ্ঠানে বক্তব্যরাখতেগিয়ে শান্তির বাজার পুরপরিষদের ভাইসচেয়ারম্যান সত্যব্রত সাহা পূজাকমিটির উদ্দ্যোগতাদের নেশামুক্ত ত্রিপুরা গঠনে এগিয়ে আসার বিশেষ আহব্বান জানান।  নেশারকরালগ্রাসে যাতেকরে কেউকে প্রান হারাতেনাহয় তারজন্য সকলকে সচেতন হয়ে যুবসমাজকে রক্ষনার্থে এগিয়ে আসার বিশেষ আহব্বান জানান। সত্যব্রত সাহা উনার বক্তব্যের মধ্যদিয়ে বাল্য বিবাহ প্রতিরোধে সকলে এগিয়ে আসার বিশেষ আহব্বান জানান।  তিনি জানান যে সকল ক্লাব এইবছর পুরষ্কার পাননি তাদের মন খারাপ করার কিছুনেই।  আগামীদিনে অন্যান্য বিশেষ থিমে পূজাকরে উনারা পুরষ্কার পেতে পারবেন বলে জানান। আজকের অনুষ্ঠানে বক্তাদের বক্তব্যশেষে বিভিন্নপ্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়।  সাংস্কৃতিক অনুষ্ঠানশেষে বাছাইকরা পূজা কমিটির হাতে পুরষ্কার তুলেদেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা। আজকের অনুষ্ঠানে উপস্থিত লোকজনদেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।