নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বাংলাদেশ পাচারের পথে ৭ লক্ষ টাকার অবৈধ বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি ঔষধ বাজেয়াপ্ত করল মধুপুর থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে মধুপুর থানার এএসআই উত্তম কুমার দত্ত সহ অন্যান্য পুলিশ অফিসার মধুপুর থানার অন্তর্গত আনন্দ চৌমুহনী এলাকায় উৎপেতে বসে থাকে। এমন সময় একটি গাড়ি করে আগরতলার দিক থেকে আসা প্রচন্ড গতিতে আনন্দচৌমুহনী হয়ে আদর্শ কলোনী সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল। পরবর্তী সময়ে পুলিশ সে গাড়িটিকে আটক করার চেষ্টা করলেও পুলিশকে ফাঁকি দিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে সেই গাড়িটিকে পেছনে ধাওয়া করলে কিছুক্ষণ যেতেই সেই গাড়িটি গর্তের মধ্যে আটকে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যাই গাড়ি চালক। পরবর্তী সময়ে গাড়িটিকে তল্লাশি করে সেই গাড়ি থেকে ৭ লক্ষ টাকার বিভিন্ন দামি দামি ওষুধ উদ্ধার করতে সক্ষম হয়। তবে পুলিশ জানান বাংলাদেশের উদ্দেশ্যেই সেই ওষুধগুলি নিয়ে যাচ্ছিল। আর গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার সেই সাফল্য। যার মধ্যে রয়েছে তিন হাজারের অধিক প্রেসারের ট্যাবলেট, ১৮০০ স্ক্যালক্স লোশন এবং ৩০০ এর অধিক প্যাকেট গায়ে ব্যথার মলম।