স্কুটি আটক করে তল্লাশি চালিয়ে টুল বক্স থেকে দুটি পাউস প্যাকে  হেরোইন উদ্বার

Nov 02, 2025

স্কুটি আটক করে তল্লাশি চালিয়ে টুল বক্স থেকে দুটি পাউস প্যাকে হেরোইন উদ্বার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   পয়লা নভেম্বর তারিখে গোপন সুএের ভিওিতে তল্লাশি চালিয়ে দামছড়া বাজার সংলগ্ন দামছড়া মিজোরাম সীমান্ত এলাকায় লঙ্গাই নদীর উপর দশরথ সেতু ঝুলন্ত ব্রীজ পার হয়ে যাবার পথে এম,জেড,০৮ ৬৬০২ নম্বরের নীল রঙ্গের একটি স্কুটি আটক করে তল্লাশি চালিয়ে টুল বক্স থেকে দুটি পাউস প্যাকে সম্বাব্য হেরোইন উদ্বার করে।পরবর্তীতে আইনি প্রক্রিয়া মোতাবেক এফ,এস,এল টিম সহ প্রত্যক্ষদর্শী সাক্ষীদের উপস্থিতিতে দুটি প্যাকেটে থাকা সামগ্রী গুলো পরিক্ষা করে হেরোইন সনাক্ত হওয়াতে মোট ২৬ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে দামছড়া থানার পুলিশ।দামছড়া থানার ও,সি জানিয়েছে বাজেয়াপ্ত হেরোইন গুলোর আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা হবে।উক্ত হেরোইন পাচারে অভিযুক্ত দুই জন কে গ্রেফতার করে দামছড়া থানার পুলিশ।সাথে বাজেয়াপ্ত করা হয় দুটি এনড্রয়েড মোবাইল ফোন।জানা গেছে গ্রেফতার হওয়া দুজন অভিযুক্তরা হলেন আলতাব হুসেন ও আবুরাজ ওয়াল করিম,এদের দুজেরই বাড়ি পাশ্ববর্তী রাজ্য আসামে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে হেরোইন গুলি নিয়ে আসামের উদ্যেশ্যে পাচার করা হচ্ছিল।দামছড়া থানার পুলিশ দুই অভিযুক্তের বিরুদ্ধে এন,ডি,পি,এস ধারায় মামলা রুজু করে দোসরা নভেম্বর তারিখে কাঞ্চনপুর মহকুমা আদালতে সোপর্দ করবে বলে জানানো হয়েছে।দামছড়া থানার পুলিশের তৎপরতায় বহি:রাজ্যের দুই হেরোইন কারবারিকে গ্রেফতার করাতে দামছড়া থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকার লোকজন।