Nov 03, 2025
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পুলিশি নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ নেশা সামগ্রী সহ উত্তর ত্রিপুরার আনন্দবাজারে ধরা পড়ল এক নেশা পাচারকারি যুবক।জানা গেছে রবিবার ধর্মনগর থেকে কৈলাশহর যাবার পথে চালক সহ একটি নম্বর বিহীন পালসার বাইক আটক করে আনন্দ বাজারের নাকা চেকিংয়ের পুলিশ কর্মীরা।পরে বাইকে থাকা চালকের ব্যগ থেকে ২১ পেকেট বার্মিজ সিগারেট সহ অন্যান্য নেশা সামগ্রী উদ্ধার হয়।ধৃতের নাম শাহিনুল রহমান।বাড়ি কৈলাশহরে। বর্তমানে তাকে থানায় আটকে রেখে টানা জেরা চালিয়ে যাচ্ছেন ধর্মনগর থানার সাব ইন্সপেক্টর মনোজ পাল।
Copyright ©2025 | News Tripura