নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এম ডি সি সঞ্জীব রিয়াং বীরচন্দ্র কলসী নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে সর্বদা কাজকরে যাচ্ছে। এডিসি এলাকার উন্নয়নে কোনো প্রকার কাজকরছেনা তিপ্রামথা দল। তিপ্রামথা এডিসি এলাকায় ক্ষমতায়থেকে কোনোপ্রকার উন্নয়নমূলক কাজ নাকরারফলে রাজ্যসরকারের সহযোগীতানিয়ে কলসী এডিসি ভিলেজ এলাকার উন্নয়নে কাজরেযাচ্ছে এম ডি সি সঞ্জীব রিয়াং। রবিবার এম ডি সি সঞ্জীব রিয়াং এর উদ্দ্যোগে কালমা এডিসি ভিলেজে কালমা অঙ্গনওয়াড়ী কেন্দ্রে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এলাকার ২০০ জন লোকজনের মধ্যে বস্ত্র বিতরনকরাহয়। এই বস্ত্র বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম ডি সি সঞ্জীব রিয়াং, বিজেপির দক্ষিন জেলার সভাপতি দীপায়ন চৌধুরী, জোলাইবাড়ীর বিজেপির মন্ডল সভাপতি সুজিত দত্ত সহ অন্যান্যরা। আজকের এই বস্ত্র বিতরনকে কেন্দ্রকরে সকলেরমধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।