একসাথে নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ

Dec 30, 2025

একসাথে নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের বিক্ষোভ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

টেট উত্তীর্ণ বেকাররা সকলকে একসাথে নিয়োগের দাবি নিয়ে সোমবার এলিমেন্টারি এডুকেশনের আধিকারিক এর সাথে মিলিত হন ।কিন্তু আধিকারিক এর কাছ থেকে সঠিক উত্তর না পেয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে অগ্রসর হলে পুলিশ তাদের গতিরোধ করে ।এই ঘটনায় এদিন শহরে কিছুটা উত্তেজনা ছড়ায়।

শিক্ষক নিয়োগের বিষয়ে সরকারের এক এক রকমের সিদ্ধান্তে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন টেট উত্তীর্ণরা ।অবিলম্বে নিয়োগের দাবিতে সম্প্রতি তারা বুনিয়াদি শিক্ষা দপ্তরের আধিকারিকের সাথে মিলিত হন ।এর ৬ দিনের মাথায় সোমবার পুনরায় তারা একত্রে নিয়োগ পত্র প্রদানের দাবিতে শিক্ষা দপ্তর ঘেরাও করেন ।এই কর্মসূচি প্রসঙ্গে এক টেট উত্তীর্ণা জানান, শিক্ষা দপ্তরের যতগুলি শূন্য পদ রয়েছে টেট উত্তীর্ণের সংখ্যা এর অর্ধেক নয়। তাই তারা একসাথে নিয়োগের দাবিতে এদিন বুনিয়াদি শিক্ষা দপ্তরের আধিকারিক এর সাথে দেখা করতে এসেছেন। তাদের পক্ষ থেকে চার জনের এক প্রতিনিধি দল বুনিয়াদি শিক্ষা দপ্তরের আধিকারিকের সাথে দেখা করতে গেছেন বলে জানান তিনি।

এদিন বুনিয়াদি শিক্ষা দপ্তরের আধিকারিকের সাথে কথাবার্তায় কার্যত হতাশ হয়ে পড়েন টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। তারা সেখান থেকেই শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এই প্রসঙ্গে টেট উত্তীর্ণ এক বেকার যুবক জানান ,গত ২৩ ডিসেম্বর বুনিয়াদি শিক্ষা দপ্তরের আধিকারিকের সঙ্গে তাদের যে কথোপকথন হয় তার কোন সঠিক উত্তর পাওয়া যায়নি ।তাই আজ তারা আবার আধিকারিকের সাথে দেখা করতে এসেছিলেন। আধিকারিকের সাথে দেখাও করেন তারা। কিন্তু আধিকারিক যে কথা জানান তা চূড়ান্ত হতাশা জনক ।তিনি বলেন, বুনিয়াদি শিক্ষা দপ্তরের আধিকারিক আজ তাদের জানিয়েছেন, টিআরবিটি থেকে এখন পর্যন্ত টেট উত্তীর্ণদের তালিকাই তিনি পাননি। এভাবে আধিকারিক এর এক একদিন একেকরকম উত্তর তাদের নিরাশ করছে ।তাই সংশ্লিষ্ট বিষয়ে প্রকৃত তথ্য জানতে তারা এখান থেকেই শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার বাসভবনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেখানে তারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছ থেকে বিস্তারিত জানবেন ।তিনি আরো জানান ,এখন পর্যন্ত মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য তিনবার চিঠি দেওয়া হয়েছে ।কিন্তু এর কোন উত্তর পাওয়া যায়নি।

এদিন টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা শিক্ষা ভবন থেকে মিছিল করে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে এগিয়ে যেতে থাকেন ।তখন পুলিশ তাদের গতিরোধ করে।এই নিয়ে এদিন রাজধানীর অফিস লেন এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

বিভাগ