ভারতীয় জনতা মজদুর সেলের রাজ্য সভাপতি হলেন জাবেদ মিয়া ।এদিন রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলন করে এই কথা ঘোষণা করেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডক্টর অর্ণব চ্যাটার্জী ।সোমবার রাজ্য অতিথিশালায় এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় ।সাংবাদিক সম্মেলনে জাবেদ মিয়ার হাতে নিয়োগ পত্র তুলে দেন ভারতীয় জনতা মজদুর সেলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ।এদিন এই প্রসঙ্গে সংগঠনের সর্বভারতীয় সভাপতি ডক্টর অর্ণব চ্যাটার্জী জানান, ভারতীয় জনতা মজদুর সেল সারা দেশে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের স্বার্থ রক্ষার কাজে নিয়োজিত ।কেন্দ্র সরকার অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য যে সকল প্রকল্প এনেছে সেই প্রকল্পের লাভ শ্রমিকদের মধ্যে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কাজ করে থাকে এই সংগঠন ।ত্রিপুরায় এদিন জাবেদ মিয়ার হাতে রাজ্য সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হলো বলে জানান তিনি ।উল্লেখ্য ভারতীয় জনতা মজদুর সেলের নতুন রাজ্য সভাপতি জাবেদ মিয়া এর আগে মাইনরেটি মোর্চার স্টেট সোশ্যাল মিডিয়ার ইনচার্জ ছিলেন।