বনদপ্তরের ক্যাম্পা প্রকল্পের মাধ্যমে আমবাসা রেঞ্জের অন্তর্গত অভিরাম পাড়া এলাকায় ৫ হেক্টর জায়গা জুড়ে তৈরি হচ্ছে বিশাল আগর বাগান। নাইকা হাম জে এফ এম সির তত্ত্বাবধানে এই বাগানটি থাকবে। আসাম আগরতলা জাতীয় সড়কের পাশেই রয়েছে এই বিশালাকার আগর বাগানটি। অর্থকরী ফসলের মধ্যে আগর অন্যতম। তাই রাজ্য সরকার সকল অংশের মানুষকে স্বাবলম্বী করার জন্য নানা ধরনের প্রকল্প গ্রহণ করেছে এর মধ্যে আগর চাষের মধ্য দিয়েও সুবিধাভোগীদের উন্নয়নের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বনদপ্তরের কর্মী হারাধন পাল বলেন এই জায়গাটিতে প্রায় ৬ হাজার আগর গাছ রয়েছে যখন ফলন আসবে তখন এই জে এফ এম সির সদস্যরা এর থেকে আর্থিক উপার্জনের মধ্য দিয়ে স্বাবলম্বী হতে পারবেন। অপরদিকে জে এফ এম সির সভাপতি জানান বনদপ্তরের সার্বিক সহায়তায় এই বাগানটি তৈরি হচ্ছে । তাছাড়া এই বাগানটি তৈরি হলে ৩২ পরিবার এর থেকে স্বাবলম্বী হতে পারবে। সেই সাথে এই বাগানটি তৈরি হওয়ার ফলে উনাদের কাজের সন্ধানও মিলেছে। সব মিলিয়ে বলা যায় বনদপ্তরের এই উদ্যোগ যথেষ্ট ই তাৎপর্যপূর্ণ।