গর্তের জমানো জলে ডুবে মৃত্যু দের বছরের শিশুর

Oct 09, 2025

গর্তের জমানো জলে ডুবে মৃত্যু দের বছরের শিশুর

   নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   পিতা মাতার অসাবধানতার কারণে আবারো বাড়ির পাশের গর্তে জমানো জলে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর।ঘটনা জিরানিয়া থানাধীন বিশ্রামবাড়ি এলাকায়।ঘটনার বিবরণে জানা যায় জিরানিয়া থানাধীন বিশ্রামবাড়ি এলাকার বাসিন্দা কিলটন দেববর্মা এবং শুভশ্রী দেববর্মার দেড় বছরের সন্তান কৃষ্ণা দেববর্মা বাড়ির পাশের গর্তে জমানো জলে ডুবে মৃত্যু হয়।তখন শিশুর পিতা দোকানে এবং মা প্রাকৃতিক কাজে ছিলেন।স্থানীয়দের দাবি পিতা মাতার অসাবধানতার কারণেই দেড় বছরের শিশু কৃষ্ণা দেববর্মার মৃত্যু হয়েছে।এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে