নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পশ্চিমবঙ্গের নাগরাকাটায় বিজেপির সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শংকর ঘোষ আক্রান্তের ঘটনার রেশ পড়ল রাজ্যেও। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি কর্মী সমর্থকরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। উত্তেজিত কর্মী সমর্থকরা তৃণমূল ভবনে আক্রমণ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভ রেলিটি রাজধানীর নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের অধীন রামঠাকুর সংঘ চৌমনী থেকে শুরু হয়ে চিত্তরঞ্জন রোডস্থিত তৃণমূল কংগ্রেসের রাজ্য দপ্তরের সামনে যায় এবং বিক্ষোভ প্রদর্শন করে ।এর নেতৃত্বে ছিলেন বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য। বিক্ষোভ রেলিতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই বিক্ষোভ কর্মসূচি থেকে বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ,যে রাজ্য থেকে একাধিক মনীষীদের জন্ম হয়েছিল ,যে রাজ্য একটা সময়ে গোটা দেশকে দিশা দেখাতো ,যে রাজ্যের মাটি থেকে একাধিক নেতৃত্ব উঠে এসে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই রাজ্যের মাটি আজ মমতা ব্যানার্জির নেতৃত্বে রক্তাক্ত ।রবিবারের ঘটনার জন্য মমতা ব্যানার্জির প্রশাসনকে ধিক্কার জানান তিনি ।এই হামলার ঘটনায় জড়িত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বিজেপির সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য।