ঘাতক গাড়ির চালক গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন নিহত ১০ বছরের ছেলের গুরুতর আহত পিতার সহকর্মীরা।

Oct 07, 2025

ঘাতক গাড়ির চালক গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন নিহত ১০ বছরের ছেলের গুরুতর আহত পিতার সহকর্মীরা।

 নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  ধর্মনগর মহকুমার ফায়ার সার্ভিসের পেছনে শিবনাথ রোডের বাসিন্দা অভিজিৎ দেবনাথ এবং তার পুত্র অভিরূপ দেবনাথ অষ্টমীর রাতে দীঘলবাক এলাকায় নিকট আত্মীয়ের বাড়িতে যাবার সময় হঠাৎ করে মারুতি ওয়াগনার গাড়ি দ্রুতগতিতে এসে পেছন দিক থেকে ধাক্কা মারে এবং বাবা ও ছেলে রাস্তায় ছিটকে পড়ে যা পাশে একটি বিবাহ ভবনের বাইরে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে। গুরুতর আহত হয় বাবা এবং তার থেকেও আশঙ্কাজনক অবস্থা হয় ছেলে অভিরূপের।  ঘটনা স্থল থেকে আত্মীয়-স্বজন দুজনকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাঁসপাতালে পাঠালে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিলচরে স্থানান্তরিত করা হয়। নবমীর দিন গাড়ি চালক সৌভিক নাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। চার অক্টোবর রাতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হার মানে অভিরূপ। মৃত্যুর খবর ধর্মনগর শহরের ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে এবং দাবি উঠে গাড়ির চালককে কঠোরতম শাস্তি প্রদানের। গতকাল পাঁচ অক্টোবর রাতে ধর্মনগরে শিবনাথ রোডে নিজ বাড়িতে গুরুতর আহত অভিজিৎ দেবনাথ কে নিয়ে আসা হয়। সাথে আসে ১০ বছরের ছেলে অভিরূপের নিথর দেহ। আজ সোমবার ৬ অক্টোবর অভিজিৎ দেবনাথের সহকর্মীরা ধর্মনগর থানায় এসে ধর্মনগর থানায় দায়ের করা লিখিত অভিযোগ সম্পর্কে খোঁজ খবর নিতে আসেন। এসে জানতে পারেন, চালককে আটক করা হলেও দুদিন পরেই ছেড়ে দেওয়া হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়নি। যার ফলে সহকর্মীরা তা নিয়ে ক্ষোভ ব্যক্ত করেন। সহকর্মী একজন বলেন, লিখিত অভিযোগ দেওয়ার পরেও এভাবে আসামি যদি ছাড় পেয়ে যায় তাহলে ভবিষ্যতে অন্যদের থেকে ভয় ভীতি চলে যাবে। তখন আইনের উপর ভরসা কমে যাবে। তাই উনারা চান পুলিশ প্রশাসন দ্রুত তদন্তক্রমে দোষীকে যাতে চূড়ান্ত শাস্তি প্রদান করেন।