নিউস ত্রিপুরা প্রতিনিধিঃলক্ষ্মীপূজার আগের দিনে নাবালিকা ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে। উদয়পুর মাতবাড়ি বিধানসভা কেন্দ্রে এক নাবালিকা মেয়েকে বেগুন খেতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে অপর এক ১৭ বছর বয়সী নাবালকের বিরুদ্ধে। এই ভয়াবহ ঘটনার পর ধর্ষিতার পরিবার তৎক্ষণাৎ অভিযোগ দায়ের করে উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত তদন্তে নামে এবং অল্প সময়ের মধ্যেই অভিযুক্ত নাবালককে গ্রেফতার করতে সক্ষম হয় রাধাকিশোর পুর মহিলা থানার পুলিশ কর্মীরা। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ও ভুক্তভোগী—দুজনেই অপ্রাপ্তবয়স্ক। ঘটনার তদন্ত শুরু হয়েছে, এবং নাবালিকা ভিকটিমকে পাঠানো হয়েছে চিকিৎসা পরীক্ষার জন্য। এই নির্মম ঘটনাকে কেন্দ্র করে উদয়পুর শহরে ছড়িয়ে পড়েছে ব্যাপক ক্ষোভ ও নিন্দা। উৎসবের মুখে এমন নৃশংস ঘটনার জেরে স্তম্ভিত সাধারণ মানুষ।