নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ দীর্ঘ বছর ধরে উদয়পুর খিলপাড়া শীতলা বাড়ি অর্থাৎ সুগসাগর জলার উপর রাস্তার বেহাল অবস্থা।এই এলাকায় চল্লিশ পরিবারের উপর লোকজন রয়েছে।তাদের যাতায়াতের জন্য এই রাস্তা টি নির্মাণ করার জন্য বর্তমান বিধায়কের কাছে এলাকা বাসির পক্ষ থেকে দাবি জানানো হলেও রাস্তা মেরামতের জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন আসলে পরে সব দলের পক্ষ থেকে রাস্তা নির্মাণ করে দেবার প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচনের পর রাস্তা নির্মাণের কথা ভুলে যায় সব দল। বর্তমান রাধা কিশোর পুর এলাকার বিধায়ক তথা রাজ্যের অর্থ মন্ত্রী ২০১৩ সালে এলাকার রাস্তা নির্মাণ করে দেবার প্রতিশ্রুতি দিয়ে ছিল বিধায়ক তহবিলের অর্থ দিয়ে রাস্তা নির্মাণ করে দেওয়া হবে।কিন্তু আজ ও রাস্তা নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসীর পক্ষ থেকে সাংবাদিকদের সামনে এলাকার লোকজন ক্ষোভ ব্যক্ত করে বলেন, বর্তমানে ১২ ফুট রয়েছে এলাকায়।এই ১২ ফুট রাস্তা নির্মাণ করে দিলে এলাকার লোকজন অনায়াসে কৃষি জাত ফসল নিয়ে বাজারজাত করে কিছু আয়ের মুখ দেখতে পেত। তেমনি এলাকার বাচ্চারা বিদ্যালয়ে যেতে পারত তেমনি অসুস্থ হলে রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসালয়ে যেতে পারত। এলাকাবাসীর আরো ও অভিযোগ ছেলে কিংবা মেয়ে দের বিয়ের আলাপ আসলে বিয়ে ফিরে যায়। কেউ রাস্তার জন্য ছেলে কিংবা মেয়ে বিয়ে দিতে চায় না। এলাকাবাসীর দাবি সরকার অতিসত্বর এই রাস্তা টি নির্মাণ করে যেন দেয়।২০১৩ সালে বিধায়ক যে প্রতিশ্রুতি দিয়ে ছিল রাস্তা নির্মাণ করে দেবার সেই প্রতিশ্রুতি যাতে বিধায়ক রাখে সেই দাবি জানানো হয় এলাকার সব অংশের মানুষের পক্ষ থেকে।