দূর্গাপূজার সময়কাল থেকে উদয়পুর যেন হয়ে উঠেছে মৃত্যুপুরী

Oct 06, 2025

দূর্গাপূজার সময়কাল থেকে উদয়পুর যেন হয়ে উঠেছে মৃত্যুপুরী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  দূর্গাপূজার সময়কাল থেকে উদয়পুর যেন হয়ে উঠেছে মৃত্যুপুরী। কখনো খুন, কখনো দুর্ঘটনায় মৃত্যু হচ্ছে সাধারণ মানুষের। কোনভাবেই গোমতী জেলার পুলিশ সুপারের এই ধরনের মৃত্যুকে আটকাতে পারছে না। প্রাক্তন পুলিশ সুপার নমিত পাঠক জেলা থেকে বদলি হওয়ার পর এই গোমতী জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার কে যোগ দেওয়ার পর একের পর এক আইনশৃঙ্খলা নানাভাবে প্রশ্নের চিহ্নের মুখে পড়ছে??দিদা নাতি সঙ্গে দুর্গা প্রতিমা প্রণাম করতে গিয়ে রাস্তার ধারে বাইকের ধাক্কায় প্রাণ হারালো নয় বছরের এক বালক। মৃত বালকের নাম অসীম দাস বয়স ৯ বছর। ঘটনা উদয়পুর ফুলকুমারী গ্রাম পঞ্চায়েতের ক্যানেল চৌহমুনী জাতীয় সড়ক এলাকায়। রবিবার সন্ধ্যা সাতটা নাগাদ উদয়পুর ক্যানেল চৌহমুনী জাতীয় সড়কে পাশে অঙ্গনারী সেন্টারে ময়দানে হওয়া দুর্গা প্রতিমার বিসর্জন দেওয়ার জন্য জাতীয় সড়কের উপর যখন প্রতিমা তোলা হচ্ছিল তার পাশে দিদার হাত ধরে দাঁড়িয়েছিল নয় বছর বয়সী অসীম দাস তখন মাতারবাড়ি দিক থেকে আসা অজানা একটি মোটর বাইক দ্রুত গতিতে ছুটে আসে ক্যানেল চৌমুহনী দিকে তখন হঠাৎ করে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দিদা হেলন দাস ও নাতি অসীম দাস কে দ্রুত বেগে এসে আঘাত করে। ঘটনাস্থলে অসীম রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে জাতীয় সড়কের উপর। ঘটনার কয়েক মুহূর্তের মধ্যে নম্বরবিহীন মোটর বাইকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিন্তু রাস্তার পাশে থাকা অন্যান্য লোকজন দাঁড়িয়ে থাকলেও বালকটিকে ধরতে সক্ষম হয়নি। পরবর্তী সময়ে দমকল বাহিনীকে গোটা ঘটনার খবর দেওয়া হলে কয়েক মুহূর্তের মধ্যে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অসীম দাস কে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে বয়স্ক মহিলা হেলন দাসকে উন্নত চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবিতে রেফার করে। এদিকে অসীম দাসের মৃত্যুর খবর শুনে ছুটে যায় পরিবার সহ গোটা এলাকাবাসীরা। অসীমের মৃত্যুর ঘটনার শোকের ছায়া নেমে আসে উদয়পুর মহকুমার জুড়ে। কিন্তু প্রশ্ন উঠছে দুর্গোৎসবে নবমী পূজার দিন ৬৫ বছর বয়সি বৃদ্ধ গাড়ির ধাক্কায় মৃত্যু ঘটেছিল ক্যানেল চৌমুহনি এখনো পর্যন্ত কুলকিনারা করতে পারেনি রাধাকিশোরপুর থানার অফিসাররা। কিন্তু পাঁচ দিনের মাথায় আবারও আরো এক বালকের দুর্ঘটনা মৃত্যু ঘটেছে, এবারও দুর্ঘটনায় মৃত্যু হওয়ার ঘটনা কতটুকু কুলকিনারা করতে পারে রাধাকিশোরপুর থানার পুলিশ অফিসাররা এই নিয়ে দেখা দিয়েছ প্রশ্ন??