আশ্রমটিলা শিবমন্দির দূর্গা পূজা কমিটির উদ্দ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করাহয়।

Oct 07, 2025

আশ্রমটিলা শিবমন্দির দূর্গা পূজা কমিটির উদ্দ্যোগে এক সাংবাদিক সন্মেলনের আয়োজন করাহয়।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   শান্তির বাজার আশ্রমটিলা এলাকার বাসিন্দা মিঠু সরকার ও অর্জুন দের মধ্যে ব্যক্তিগত লেনদেনকে কেন্দ্রকরে দূর্গাপূজা কমিটিকে বদনাম করাহচ্ছে।  এইনিয়ে সাংবাদিক সন্মেলনে পূজাকমিটির উদ্দ্যোগতারা জানান মিঠু সরকার ঐ এলাকার টি এস আর জোওয়ান অর্জুন দের নিকট ব্যক্তিগত লেনদেনের অর্থরাশি খুজে দীর্ঘদিন নাপেয়ে এই অর্থরাশী পূজায় দানকরার সিদ্ধান্ত নিয়ে অর্জুনদে কে অর্থরাশী পূজাকমিটিকে দেবার জন্য জানান।  মিঠু সরকার অর্জুন দে কে ফোনকরে জানান উনি যে অর্থরাশি অর্জুন দের নিকট পান সেগুলি উনাকে নাদিয়ে আশ্রমটিলা দূর্গা পূজা কমিটিকে প্রদানকরেদেয়। কিন্তু পরবর্তীসময় দেখাযায় টি এস আর জোওয়ান উনাদের কথোপকথন রেকর্ডকরে এডিট করে সামাজিক মাধ্যমেছেরেদিয়ে সকলকে বিভ্রান্ত করছে।  যার সত্যতা প্রকাশে আজকের এই সাংবাদিক সন্মেলনের আয়োজনকরাহয়।  পূজা কমিটি চাঁদার জুলুম করছেবলে বিভ্রান্ত ছরানোহচ্ছে।  আসলে এই অর্থরাশির ব্যাপারে পূজা কমিটি কোনোপ্রকার জরিতনয় ।  আজকের এই সাংবাদিক সন্মেলনে মিঠু সরকার স্পষ্টভাষায় জানিয়েদেন এটা উনাদের ব্যাক্তিগত লেনদেন।  অর্জুন দের পিতা কেন্সারে আক্রান্ত হবারফলে উনাদেরমধ্যে ব্যক্তিগত লেনদেনহয় এবং দীর্ঘদিন ধরে এই অর্থের কিছু টাকা প্রদান করছেনা অর্জুন দে।  তাই মিঠুসরকার এই সিদ্ধান্তনেন অবশিষ্ট অর্থগুলি মায়ের নামে দানকরবে।  এই ঘটনাকে বিকৃতিকরে পূজা কমিটিকে বদনামের প্রচেষ্টা করছেবলে জানান পূজাকমিটির সদস্যরা। সকলে অর্জুন দের এইধরনের অপপ্রচারের তিব্র ধিক্কার জানান।