ডিউটি থেকে বাড়ি ফেরার সময় যান দূর্ঘটনায় মৃত্যু

Oct 08, 2025

ডিউটি থেকে বাড়ি ফেরার সময় যান দূর্ঘটনায় মৃত্যু

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   আগরতলা থেকে খোয়াই ১০৮ (বি) জাতীয় সড়ক বিশেষ করে লেফুঙ্গা এবং সিধাই থানা এলাকা পরিণত হয়েছে জম দোয়ারে।বিগত কয়েক মাসে যান দুর্ঘটনায় একাধিক মৃত্যু হয়েছে লেফুঙ্গা থানা এলাকায় এই জাতীয় সড়কে।লক্ষী পূজায় সন্ধ্যায় আবারো লেম্বুছড়া বাজারের নিচে ফিশারি  কলেজের সামনে সুকুমার দেববর্মা নামে এক ব্যক্তির ঘটনাস্থলে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেও ততক্ষণে ঘটনাস্থলেই মৃত্যু হয় এই ব্যক্তির।তিনি সিকিউরিটি গার্ডের ডিউটি থেকে বাড়ি যাওয়ার পথে কে বা কারা তাকে ধাক্কা দিয়ে ফেলে চলে যায়। পরে তার পরিবার এবং স্থানীয় জনগণ ঘটনাস্থলে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে ঘাতক গাড়ি এবং চালককে গ্রেফতারের দাবিতে।ঘটনাস্থলে উপস্থিত এসডিপিও মোহনপুর সব্যসাচী দেবনাথ, ওসি লেফুঙ্গা থান সহদেব দাসের সঠিক তদন্তের আশ্বাসে আগরতলা খোয়াই জাতীয় প্রায় ৩ ঘণ্টা পর অবরোধ মুক্ত হয় এবং আজ মৃতদেহ নিয়ে পথ অবরোধ করার হুশিয়ারি দেন।উক্ত এলাকায় একাধিক প্রাণ হানীর ঘটনা ঘটলেও যান দুর্ঘটনা নিয়ন্ত্রণে ব্যার্থ মোহনপুর মহকুমা পুলিশ প্রশাসন,এখন দেখার পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে