রেশন গ্রাহকদের হাতে পুজো উপহার হিসেবে বিভিন্ন বিনামূল্যের  সামগ্রী তুলে দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী

Oct 09, 2025

রেশন গ্রাহকদের হাতে পুজো উপহার হিসেবে বিভিন্ন বিনামূল্যের  সামগ্রী তুলে দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  খাদ্য দপ্তরের উদ্যোগে রেশন গ্রাহকদের হাতে পুজো উপহার হিসেবে বিভিন্ন বিনামূল্যের  সামগ্রী তুলে দিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী ।বুধবার রাজধানীর মিলন চক্র এলাকার ১৪৮ নম্বর ন্যায্য মূল্যের দোকানে সংশ্লিষ্ট রেশন ভোক্তাদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেন তিনি।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা মিনা রানী সরকার ,খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ, সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ স্থানীয় নেতৃবৃন্দ।      উপহার সামগ্রীর মধ্যে রয়েছে রেশন কার্ড প্রতি ২ কিলো ময়দা, এক কিলো চিনি এবং ৫০০ গ্রাম সুজি। গোটা অক্টোবর মাস ব্যাপী রাজ্যের ৬০০টি রেশন দোকান থেকে রেশন গ্রাহকদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার রাজধানীর মিলন চক্র এলাকায় ১৪৮ নম্বর ন্যায্য মূল্যের দোকানে এক অনুষ্ঠানের মাধ্যমে সংশ্লিষ্ট রেশনভোক্তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, বাধারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মিনারানী সরকার, খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ, সদর মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট ন্যায্য মূল্যের  দোকানের ভোক্তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে মন্ত্রী গ্রাহকদের সাথে মত বিনিময়ও করেন।  এদিন মন্ত্রীর হাত থেকে খাদ্য দপ্তরের পুজোর উপহার পেয়ে খুশি মিলনচক্র এলাকার ১৪৮ নম্বর ন্যায্য মূল্যের দোকানের গ্রাহকরা।