বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ  স্ত্রী

Jul 07, 2025

বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ  স্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    স্ত্রী বাড়ি থেকে বের হয়েছিল ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য।কিন্তু আর বাড়ি ফেরেনি। কমলপুর থানাধিন ২ নং কলাছড়ির বাসিন্দা সুমন শুক্লদাস প্রায় পনের বছর পূর্বে বিয়ে করেছিলেন  তাদের একটি পুত্র সন্তান রয়েছে যার বয়স এগারো।  গত ৩০ জুন সকাল সাড়ে নয়টায় স্ত্রী বাড়ি থেকে আট হাজার পাঁচশো টাকা নিয়ে বের হয় ব্যাংকে জমা করার জন্য কিন্তু এরপর আর কোনো খোঁজ নেই। থানায় মিসিং ডাইরি করা হয়।    বাইট :-সুমন শুক্লদাস।   : স্ত্রী বাড়ি থেকে বের হয়েছিল ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য।কিন্তু আর বাড়ি ফেরেনি। কমলপুর থানাধিন ২ নং কলাছড়ির বাসিন্দা সুমন শুক্লদাস প্রায় পনের বছর পূর্বে বিয়ে করেছিলেন  তাদের একটি পুত্র সন্তান রয়েছে যার বয়স এগারো।  গত ৩০ জুন সকাল সাড়ে নয়টায় স্ত্রী বাড়ি থেকে আট হাজার পাঁচশো টাকা নিয়ে বের হয় ব্যাংকে জমা করার জন্য কিন্তু এরপর আর কোনো খোঁজ নেই। থানায় মিসিং ডাইরি করা হয়।
রবিবার সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত জানান স্বামী।