Jul 02, 2025
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গতকাল কমলপুর বিদ্যাজ্যোতি ইংরেজি দ্বাদশ বিদ্যালয়ে ডি এন এ ক্লাব 'র উদ্বোধন হলো। উদ্বোধন করেছেন প্রাক্তনমন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব।সাথে ছিলেন নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার, আগরতলা থেকে আসেন সহকারী সদস্য সম্পাদক ত্রিপুরা সরকারের বায়োটেকনোলজি কাউন্সিলের অঞ্জন সেনগুপ্ত, স্কুলের ভাইস প্রিন্সিপাল অভিজিৎ ভৌমিক। বক্তব্য রাখেন অঞ্জন সেনগুপ্ত ও বিধায়ক মনোজ কান্তি দেব। এই ডি এন এ ক্লাবে রক্ত পরীক্ষা, ব্লাড সুগার পরীক্ষা সহ বিভিন্ন বিষয় রয়েছে।
Copyright ©2025 | News Tripura