ধলাই জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ

Jul 02, 2025

ধলাই জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    ধলাই জেলাভিত্তিক কিশোরী উৎকর্ষ মঞ্চ ২০২৫-২৬ দুদিন ব্যাপী জেলাভিত্তিক অনুষ্ঠানের শুভ সূচনা হয় আমবাসা টাউন হলে। ধলাই ডিস্ট্রিক্ট প্রজেক্ট কোঅর্ডিনেটর , সমগ্র শিক্ষার উদ্যোগে আয়োজিত হয় এই জেলাভিত্তিক অনুষ্ঠানটি। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উদ্বোধক তথা ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সহ-সভাধিপতি অনাদি সরকার , আমবাসা পুর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর , জেলা শিক্ষা আধিকারিক মধুসূদন দেববর্মা সহ অন্যান্য।   জেলাভিত্তিক এই অনুষ্ঠানে ছাত্রীদের জন্য বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় রাখা হয়। বিষয়গুলির মধ্যে ছিল বিতর্ক প্রতিযোগিতা , আর্ট এন্ড কালচার, সোসিয়াল সার্ভিস, যোগা , কুইজ কম্পিটিশন, গেমস এন্ড স্পোর্টস ।জেলার ৩৩ টি বিদ্যালয় থেকে ১০১ জন ছাত্রী বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পাশাপাশি দুই দিন ব্যাপী এই অনুষ্ঠানে ছাত্রীদের মোটিভেট করার লক্ষ্যে আয়োজন করা হয়  মোটিভেটেড স্পিচ , গোল টেবিল বৈঠক।