কদমতলা ও আসামের পুতনিতে ১৬ পন নমঃশূদ্র সমাজ সম্মেলন অনুষ্ঠিত,

Jun 30, 2025

কদমতলা ও আসামের পুতনিতে ১৬ পন নমঃশূদ্র সমাজ সম্মেলন অনুষ্ঠিত,

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    রবিবার  ধুমধামের সাথে কদমতলা পুতনি এলাকায় অনুষ্ঠিত হলো ১৬ পন নমঃশূদ্র সমাজের এক গুরুত্বপূর্ণ সম্মেলন। স্থানীয় বাসিন্দা প্রমথ নমঃশূদ্রের বাসভবনে আয়োজিত এই সমাজ সম্মেলনে ভিড় জমানো হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষদের দ্বারা।সম্মেলনে উপস্থিত ছিলেন আসাম এবং ত্রিপুরা রাজ্যের একাধিক সমাজ সচেতন ও সমাজ দরদী ব্যক্তিত্ব। তাঁরা সমাজের ঐক্য, শিক্ষার প্রসার, এবং সামাজিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সম্মেলনের সূচনা হয় ঐতিহ্যবাহী রীতিনীতি মেনে। অতিথিদের শুভেচ্ছা জানানো হয় ফুল ও উত্তরীয় দিয়ে। বক্তারা তাঁদের বক্তব্যে নমঃশূদ্র সমাজের দীর্ঘদিনের লড়াই, অর্জন এবং ভবিষ্যৎ পথনির্দেশ নিয়ে আলোচনা করেন।একজন অতিথি বলেন, “আজকের এই সম্মেলন আমাদের সমাজের মধ্যে নতুন আশার আলো জাগায়। আমরা যদি একত্রিতভাবে এগিয়ে যাই, তবে সমাজের সব বাধা অতিক্রম করা সম্ভব।”সমাজের যুবকদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় সম্মেলন থেকে, পাশাপাশি নারীদের অধিকতর অংশগ্রহণ এবং শিক্ষার উপরেও বিশেষ জোর দেওয়া হয়।সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় শিল্পীরা নৃত্য, গান ও আবৃত্তির মাধ্যমে সমাজের ঐতিহ্য তুলে ধরেন।
এই সম্মেলনের মাধ্যমে আবার একবার প্রমাণ হলো, একতা এবং সচেতনতা থাকলে সমাজের যে কোনও অংশই নিজস্ব মর্যাদায় প্রতিষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সভাপতি মন মোহন নম ও সম্পাদক সত্যব্রত নম ।