নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ত্রিপুরার উত্তর জেলার ধর্মনগর মহকুমার কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের পূর্ব চুড়াইবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্নেহাশীষ দেব সম্প্রতি কন্যা সন্তানের বাবা হয়ে এক ব্যতিক্রমী নজির স্থাপন করলেন।স্নেহাশীষ দেবের কন্যা সন্তান জন্ম নেয় আসামের মাকুন্দা হাসপাতালে। সন্তানের জন্মের খবরে অত্যন্ত আনন্দিত হয়ে তিনি একটি বিশেষ সিদ্ধান্ত নেন। নবজাতক কন্যাকে ঘরে আনতে তিনি একটি গাড়ি বেলুন দিয়ে সাজিয়ে ব্যান্ড বাজিয়ে উৎসবমুখর পরিবেশে বাড়ি ফেরেন। এই উপলক্ষে তিনি বলেন, "সমাজে আজও অনেক জায়গায় কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাকে অবহেলা করা হয়। কিন্তু আমার কাছে ছেলে-মেয়ে ভেদ নেই। কন্যা সন্তানের জন্ম হওয়ায় আমি গর্বিত এবং আনন্দিত। তাই সমাজকে একটি বার্তা দিতেই এই ছোট্ট উদ্যোগ।"স্থানীয় এলাকায় এই অভিনব উদ্যোগকে ঘিরে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন স্নেহাশীষ দেব। এলাকাবাসী মনে করছেন, তাঁর এই পদক্ষেপ অনেকের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনবে। এই ধরনের দৃষ্টান্ত সমাজে নারী সন্তানদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে সহায়ক হবে বলেই মনে করছেন সচেতন মহল।