কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু,

Jun 30, 2025

কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু,

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু, ঘটনাকে ঘিরে চাঞ্চল্য       কেন্দ্রীয় সংশোধনাগারে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু ঘটনা রবিবার দুপুরে।মৃত আসামীর নাম কৈলাশ রায় বয়স ৬০,বাড়ি রাজধানী আগরতলায় খেজুর বাগান,নসিসি থানা এলাকায়‌।কেন্দ্রীয় সংশোধনাগার থেকে বিশালগড় মহকুমা হাসপতালে পৌঁছানোর পথে মৃত্যু হয় তাঁর।জানাজায় বেশ কিছুদিন পূর্বে মারামারি ঘটনায় মৃত কৈলাস রায়কে কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠায় আদালত। পরিবারের অভিযোগ কৈলাশ রায়কে যেমন ভাবে কেন্দ্রীয় সংশোধনাগারে যেমন নেওয়া হয়েছে তেমনি তাদের হাতে তুলে দিতে হবে অন্যথায় তারা মৃতদেহ গ্রহণ করবেন না।পরিবারের অভিযোগ কেন্দ্রীয় সংশোধনাগারে তার ওপর অত্যাচার করা হয়েছে যার ফলে তার মৃত্যু হয়। দীর্ঘক্ষণ বিশালগড় মহকুমা হাসপাতালে পরিবারের অপেক্ষায় থেকে অবশেষে মৃতদেহ আগতলা জিবিপি হাসপাতালে মর্গে নিয়ে যায় বিশালগড় থানা পুলিশ।