নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ আবারো রেলে কাটা পড়ে মৃত্যু ৬২ বছর বয়সি উর্দ্ধ এক বৃদ্ধ ব্যক্তি। মৃত ব্যক্তি নাম জগবন্ধু দেবনাথ, বাড়ি গোমতী জেলা উদয়পুর মহকুমার অন্তর্গত চন্দ্রপুর শিলটিলা এলাকা। ঘটনা সংবাদে জানা যায়, প্রতিদিনের মতো আজও জগবন্ধু দেবনাথ জঙ্গল থেকে লতাপাতা আনার জন্য যায় লতাপাতা নিয়ে বাড়ি যাওয়ার পথে পেরাতিয়া ফরেস্ট অফিস সংলগ্ন রেল ব্রিজের নিচে বিশ্রাম করার জন্য বসে তখন রেল লাইনের মাঝখানে থাকায় এ ঘটনাটি ঘটে। এলাকাবাসীরা দেখতে পেয়ে উদয়পুর জিআরপি থানা ও রেলস্টেশনের কর্মীদের খবর দিলে পরবর্তী সময় পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ পরিবারের লোকজনরা মৃতদেহটিকে সনাক্ত করেন। পরিবারের লোকজনদের থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা ভুগছেন, প্রায় সময়ই রেললাইনে রাস্তায় চলে আসতেন, তখন এলাকাবাসীরা দেখতে পেয়ে বাড়ি নিয়ে দিয়ে আসতো। খবর পেয়ে ছুটে আসেন উদয়পুর জিআরপি থানা ও গর্জি থানার পুলিশ কর্মীরা। এই মৃতদেহ কে নিয়ে তদন্ত শুরু করেন পুলিশ। এই নিয়ে এলাকায় সুখের ছায়া নেমে এসেছে।