নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পানিসাগর টাউনহলে অনুষ্ঠিত হয় পানিসাগর নগর পঞ্চায়েত ও তথ্য সংস্কৃতি দপ্তর এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে পানিসাগর মহকুমা ভিওিক ভারত কেশরী ড:শ্যামা প্রসাদ মুখার্জি এর জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।প্রদিপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষন দাস।সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস।তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেব নাথ,পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল,রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্যা মৌসুমি দেব নাথ,পানিসাগর নগর পঞ্চায়েতের কাউন্সিলার দ্বয় নারায়ণ নাথ ও বাসুদেব দাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।অনুষ্ঠানের শুরুতেই ড:শ্যামা প্রসাদের পতি কৃতিতে পুস্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেব উপস্থিত উদ্বোধক সহ অন্যান্য অতিথিরা।উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পী বৃন্ধ।স্বাগত আলোচনা রাখেন পানিসাগর বিদ্যালয় পরিদর্শক সুজিত রুদ্রপাল।অনুষ্ঠান মঞ্চে অতিথিদের আলোচনার বিষয়ের নিরিখে আগত ছাএ ছাএিদের মধ্যে অনুষ্ঠিত হয় ড:শ্যামা প্রসাদের জীবনী নিয়ে উন্মুক্ত ক্যুইজ প্রতিযোগিতা।পাশাপাশি ড:শ্যামা প্রসাদ মুখার্জি এর জীবনাদর্শ নিয়ে আলোচনা রাখেন দক্ষিণ পানিসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাএি সাগরিকা মাহিষ্য দাস এবং সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের ছাএি পল্লবী গোষ্মামী।অনুষ্টান মঞ্চে আগত সম্মানিত অতিথিদের সাথে সামঞ্জস্য রেখে ড:শ্যামা প্রসাদের জীবনী নিয়ে সাহসিকতার সহিত আলোচনায় অংশ গ্রহণ করাতে তাদেরকে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয়।অনুষ্টানটিকে প্রানবন্ত করে তুলতে দর্শকাসনে উপস্থিত ছিলেন দক্ষিণ পানিসাগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়,পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়,পানিসাগর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুল,পানিসাগর স্পোর্টস স্কুল এর ছাএ ছাএি বৃন্দ।পরিশেষে উন্মুক্ত ক্যুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি ছাএ ছাএিদের হাতে পুরুস্কার তুলে দিয়ে তাদের বিশেষ সন্মাননা জ্ঞাপন করেন উপস্থিত অতিথিরা।অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে সভাপতির আলোচনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।