নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ গলায় ছুরি ধরে বৃদ্ধ মহিলা স্বর্ণের চেইন ছিনতাই করা হয়েছে গোধূলি বিকেল নাগাদ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উদয়পুর মহকুমার রাধাকিশোরপুর থানার অধীন রাজার বাগ এলাকায়। ছিনতাইয়ের শিকার হওয়া বৃদ্ধ মহিলা জানিয়েছেন, বড় ছেলের বাড়ি থেকে ছোট ছেলের বাড়ি ফেরার পথে এই ঘটনাটি ঘটেছে। তিনি রাজার বাগ এলাকায় ছোট ছেলের বাড়ির সামনে পেছন থেকে দুই যুবক একটি বাইক নিয়ে এসে তাঁর সামনে দাঁড়ায়। এক যুবক বৃদ্ধ মহিলা গলায় ধারালো ছুরি ধরে এবং সেই যুবক গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেয়। তিনি চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। ততক্ষণে ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে অদৃশ্য হয়ে যায়। পরে ওই বৃদ্ধ মহিলার পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যায় এবং বিষয়টি খবর দেওয়া হয় রাধাকিশোর পুর থানায়। এই ব্যাপারে রাধাকিশোর পুর থানার পুলিশ সাথে সাথেই ঘটনাস্থলে যায় এবং বিভিন্ন এলাকায় পুলিশের পেট্রোলিং পার্টিকে পাঠিয়ে খোঁজার চেষ্টা করা হয়। কিন্তু, কোন সাফল্য আসেনি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি উদয়পুর মহকুমার বিভিন্ন এলাকায় ব্যাপাক হারে চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এক্ষেত্রে দিনদুপুরেও অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। সুযোগ পেলেই ছিনতাই করা হয়। কখনো আগ্নেয়াস্ত্র, কখনো ধারালো অস্ত্রের মুখে এইসব ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন।