বন্যায় দুর্গতদের পাশে থাকার বার্তা নিয়ে   সাংসদ রাজীব ভট্টাচার্য্য

Jul 11, 2025

বন্যায় দুর্গতদের পাশে থাকার বার্তা নিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য্য

 নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     বিলোনিয়া মহকুমায় শরণার্থী শিবিরে থাকা বন্যায় দুর্গতদের পাশে থাকার বার্তা নিয়ে তাদের খোঁজখবর নিতে ছুটে এলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য্য। আজ প্রথমে তিনি ঋষ্যমুখ মন্ডলের অন্তর্গত আমজাদ নগর শরণার্থী শিবিরে আসেন কথা বলেন শিবিরে থাকা ক্ষতিগ্রস্ত শরণার্থীদের সাথে। সাথে ছিলেন বিজেপি দক্ষিণ জেলা সভাপতি দ্বীপায়ন চৌধুরী, ঋষ্যমুখ মন্ডল সভাপতি নকুল পাল, বিজেপি নেতা অশেষ বৈদ্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও ছিলেন দক্ষিণ জেলার শাসক মোঃ সাজ্জাদ পি , মহকুমা শাসক বিডিও সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। আমজাদ নগর এরপর একে একে তিনি বিলোনিয়া শহরের বিকেআই স্কুল থেকে শুরু করে বল্লামুখা সহ সমস্ত শরণার্থী শিবির গুলি। শরণার্থী শিবিরে থাকা শরণার্থীদের জন্য তিনি নিয়ে আসেন শুকনো খাবার। তোদের সভাপতি তথা সংসদ রাজিব ভট্টাচার্য্যকে কাছে পেয়ে শরণার্থীরা তাদের বিভিন্ন দাবি গুলি তুলে ধরেন। যদিও শিবিরের ব্যবস্থাপনা নিয়ে কোন ধরনের অভিযোগ নেই তাদের। দুর্গতদের সুবিধা ও অসুবিধা জানার পর তিনি কথা বলেন দক্ষিণ জেলার জেলা শাসক মোঃ সাজ্জাদ পি এর সাথে। তারপর তিনি নিজ প্রতিক্রিয়া তুলে ধরেন।