নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ পানিসাগর টাউনহলে অনুষ্ঠিত হয় কর্পোরেট ট্রানজেকশন অ্যাডভাইজারি প্রাইভেট লিমিটেড এফ,এস,এস,এ,আই এর নিজস্ব পার্টনার এর উদ্যোগে পানিসাগর মহকুমার সকল প্রকার খাদ্য প্রস্তুত কারক ও খাদ্য দ্রব্য বিক্রেতাগন কে নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা।এতে উপস্থিত ছিলেন পানিসাগর ব্যাবসায়ী সমিতি সভাপতি শেখর চন্দ্র দাস।সংস্থার উওর পূর্বাঞ্চলের দায়িত্ব প্রাপ্ত ম্যানেজার বাপি শব্দকর,এফ,এস,এস,এ,আই থেকে আগত মাস্টার ট্রেইনার অরিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।এতে অংশগ্রহণ কারি প্রায় শতাধিক খাদ্য বিক্রেতগন দের নিয়ে মূল্যবান আলোচনার সহ হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করেন মাস্টার ট্রেইনার অরিজিৎ ভট্টাচার্য।প্রশিক্ষণ প্রদানকারী সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় উক্ত একদিবসীয় প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহণ কারি সকল প্রশিক্ষণার্থীদের হাতে প্রশিক্ষণ শেষে তুলে দেওয়া হবে শংসাপত্র।জানা গেছে খাদ্য প্রস্তুত কারক সহ খাদ্য সামগ্রী বিক্রেতাগন কেও এই ধরনের প্রশিক্ষন গ্রহন করা অতি আবশ্যক।অন্যতায় এই ধরণের প্রশিক্ষণ গ্রহন না করলে আগামী দিনে খাদ্য দ্রব্য প্রস্ততকারক সহ বিক্রেতাদের বিরুদ্ধে খাদ্য দপ্তর কতৃক আইনত কঠোর পদক্ষেপ গ্রহন করা সহ প্রয়োজনো জরিমানা করা হতে পারে।এই ধরণের কর্মসূচি উওর জেলার প্রতিটি বাজারে বাজারে অনুষ্ঠিত হতে চলেছে।পাশাপাশি এই ধরনের কর্মসূচিতে অংশ গ্রহণ করে খাদ্য প্রস্ততকারক সহ বিক্রেতাগন ও ভীষন খুশি।এই মর্মে পানিসাগর মহকুমার প্রতিটি বাজারের সংশ্লিষ্ট ব্যাবসায়ীরা উক্ত দপ্তরের আধিকারিকদের সাধুবাদ জানিয়েছেন।