মহকুমা ভিওিক এক দিবসিয় জাতীয় মৎস্য চাষি দিবস উদযাপন

Jul 11, 2025

মহকুমা ভিওিক এক দিবসিয় জাতীয় মৎস্য চাষি দিবস উদযাপন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     পানিসাগর মৎস্য তত্বাবদায়কের কার্যালয় স্থিত ফিসি কালচার নলেজ সেন্টারে অনুষ্ঠিত হয় মহকুমা ভিওিক এক দিবসিয় জাতীয় মৎস্য চাষি দিবস উদযাপন অনুষ্ঠান সহ কর্মশালা।প্রদিপ প্রজ্বলনের মাধ্যমে এক দিবসিয় কর্মশালার শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষন দাস।সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস।তৎসঙ্গে উপস্থিত ছিলেন পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেব নাথ,পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস,পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্বাবদায়ক কামাল হুসেন সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।কর্মশালার প্রারম্ভেই স্বাগত আলোচনা রাখেন পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্বাবদায়ক কামাল হুসেন।জাতীয় মৎস্য চাষি দিবস দিবস উদযাপন কর্মশালায় অংশ গ্রহণ করেন পানিসাগর মহকুমার দুটি ব্লক এলাকায় একশত মৎস্য চাষি ভাই ও বোনেরা।একদিবসিয় কর্মশালায় পানিসাগর এবং দামছড়া ব্লক এলাকার মৎস্য চাষি সহ মৎস্য জীবিদের জীবন জীবিকার মান কে আরও সুদৃঢ় করতে উপস্থিত বিধায়ক সহ পদাধিকারিরা গঠন মূলক আলোচনা রাখেন।সম পরিমান জলাশয়ে উন্নত প্রথায় আধুনিক পদ্ধতি ব্যবহার করে অধিক পরিবার মৎস্য উৎপাদন করে নিজেদের আত্মনির্ভরশীল করে তুলতে কেন্দ্রীয় মৎস্য প্রকল্প সহ রাজ্য সরকারের বিভিন্ন ধরনের মৎস্য প্রকল্পের সহায়তা গ্রহন করতে গোটা মহকুমার মৎস্য চাষিদের আহবান জানান দপ্তরের আধিকারিকেরা।পানিসাগর মহকুমার পানিসাগর ব্লক ও দামছড়া ব্লক এলাকার জাতি জনজাতি অংশের মৎস্য চাষিদের মৎস্য উৎপাদনের নিরিখে প্রতি বৎসরের ন্যায় এবছরও পানিসাগর ব্লকের অন্তর্গত জলাবাসা এলাকার সফলতম মৎস্য চাষি সুব্রত দাস তালুকদার কে প্রথম পুরুস্কার এবং দামছড়া ব্লকের অন্তর্গত মনছড়া এলাকার সফলতম মৎস্য চাষি প্রকাশ মারাক কে দ্বিতীয় পুরুস্কার প্রদান করে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হয় মৎস্য দপ্তরের উদ্যোগে।পানিসাগর মৎস্য দপ্তর কতৃক জানা গেছে বর্তমানে পানিসাগর মহকুমায় মোট মৎস্য চাষি রয়েছে ৪৮১৭ জন।মৎস্য চাষে আবাদ জলাশয়ের পরিমান ৮৩৩ দশমিক ২৯ হেক্টর।বর্তমানে মৎস্য উৎপাদনের হার ২২৪৩ দশমিক ৭৩৯ মেট্রিকটন।এক সমিক্ষায় দেখা গেছে বর্তমানে পানিসাগর মহকুমা জুরে প্রতিবৎসর মোট মৎস্য উৎপাদনের হার প্রতি হেক্টরে ২৬৯২ কিলোগ্রাম।বর্তমান মৎস্য উৎপাদনের মাএা বৃদ্ধি করে নিজ নিজ এলাকায় মৎস্যের চাহিদার যোগান দিতে মৎস্য দপ্তরের পাশাপাশি সকল অংশের মৎস্য চাষিদের হাতে হাত মিলিয়ে প্রায়াস চালিয়ে যাওয়ার আহবান জানানো হয়।মৎস্য চাষ সহ মাছের পোনা উৎপাদন করে নিজেকে সাবলম্বি করে তুলতে রাজ্য মৎস্য দপ্তর মৎস্য চাষিদের বিভিন্ন ধরনের উন্নয়ন মূলক পরিকল্পনা বাস্তবায়নের আয়ত্তায় নিয়ে আসার প্রয়াস জারি রেখে চলেছেন।এই মর্মে উদ্বোধনী পর্বের পরবর্তীতে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মৎস্য চাষিদের নিয়ে হাতে কলমে প্রশিক্ষণ মূলক কর্মশালা।এতে উন্নত প্রথায় উন্নত প্রজাতির মৎস্য চাষাবাদে উপস্থিত মৎস্য চাষিদের প্রশিক্ষণ প্রদান করেন পানিসাগর মৎস্য দপ্তরের মৎস্য তত্বাবদায়ক কামাল হুসেন সহ অন্যান্য পদাধিকারিরা।পানিসাগর মৎস্য তত্বাবদায়কের উদ্যোগে।এই ধরণের অনুষ্টান সহ কর্মশালার আয়োজন কে ঘিরে পানিসাগর মৎস্য দপ্তর কে সাধুবাদ জানিয়েছেন গোটা মহকুমার মৎস্য চাষিগন।