গন্ডাছড়া মহকুমার  একটি বিপর্যয় মোকাবিলার মহড়া

Jul 10, 2025

গন্ডাছড়া মহকুমার একটি বিপর্যয় মোকাবিলার মহড়া

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় ব্যাপক বন্যা দেখা দেয়। বিশেষ করে ডুম্বুর জলাশয়ের জলস্তর ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় ডুম্বুর জলাশয়ের পাড়ে বসবাসরত লোকজনদের বাড়িঘর আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রী বন্যার জলে তলিয়ে নেয়। বুধবার সাতসকালে মহকুমা প্রশাসনের কাছে এমন দুসংবাদ পৌছতেই তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করেন মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং। ডুম্বুর জলাশয়ের কিনারে অবস্থিত জনজাতি পাড়া হিসাবে পরিচিত নায়রাহা চৌধুরী পাড়ার বেশ কয়েকটি বাড়িঘর বন্যার জলে তলিয়ে যায় এবং বেশ কয়েকজন গ্রামবাসীও বন্যার জলে তলিয়ে যায় বলে খবর। এমন একটি দুসংবাদ পেয়েই মহকুমা শাসক জরুরি ভিত্তিতে মহকুমার সমস্ত দপ্তর কর্মকর্তা এবং কর্মীদের উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। মহকুমার দুইটি ব্লক ডুম্বুরনগর আর ডি ব্লক এবং রইস্যাবাড়ি আর ডি ব্লককে সতর্ক করেন মহকুমা শাসক। তড়িঘড়ি ডুম্বুরনগর ব্লক আধিকারিকের নির্দেশে মহকুমার কবিগুরু স্মৃতি বিদ্যা ভবনে জরুরী ভিত্তিতে খোলা হয় আফিসিয়াল জরুরি সেবা কেন্দ্র। মহকুমার জমাতিয়া পাড়া বিদ্যালয়ে খোলা হয় অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং -এর নির্দেশ পেয়ে মহকুমার ফায়ার সার্ভিস, পুলিশ, বিএসএফ, বন দপ্তর, মহকুমা হাসপাতাল, টিএসআর, ব্লক অফিস, বিদ্যুৎ সহ সমস্ত লাইন ডিপার্টমেন্টের কর্মীরা উদ্ধারকার্যে হাত লাগাতে প্রস্তুতি নেয়। বুধবার সকাল ৮টা ৩৫মিনিটে হটাৎ করে মহকুমা অফিসের সাইরেন বেজে উঠে। বিপদ সংকেত পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হন পুরো উদ্ধারকার্যের টিম। ঘটনাস্থলে যাওয়ার পথে মনোরঞ্জনদাস পাড়ার এসপিও ক্যাম্পের পাশের একটি টিলা ভেঙে মাটির ধস পড়ে মূল রাস্তায়। গ্রামবাসীরা জানান ওই ধসের নিচে মাটি চাপায় পড়েছে এক যুবক। ওই ধসের সামনে আটকা পড়ে যায় গোটা টিম। উদ্ধার কর্মীরা প্রথমে ধস সরিয়ে মাটির চাপা পড়ে থাকা ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এরপর গোটা টিম পৌছায় ঘটনাস্থল নায়রাহাচৌধুরী পাড়ায়। সেখানে বন্যা কবলিত বহু পরিবার পরিজনদের উদ্ধার করে উদ্ধার কর্মীরা।বন্যার কবলে পড়ে বন্যার জলে ভেসে যাওয়া চার জনকে গুরতর আহত অবস্থায় উদ্ধার করে জমাতিয়া পাড়া বিদ্যালয়ে অস্থায়ী চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো হয়। সেখান থেকে আশংকা জনক অবস্থায় একজনকে পাঠানো হয় গন্ডাছড়া মহকুমা হাসপাতালে। যাইহোক আমাদের প্রকাশিত সংবাদটি পড়ে এবং শোনে আপনারা কেউ বিচলিত বা চিন্তিত হবেন না। এটি ছিল গোটা দেশের সাথে তাল মিলিয়ে গন্ডাছড়া মহকুমার বুধবারের একটি বিপর্যয় মোকাবিলার মহড়া মাত্র। মহড়া শেষে মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং সবিস্তারে জানান আমাদের প্রতিনিধি চন্দনলাল রায়কে।