নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বর্তমানসময়ে ভারী বর্ষার ফলে বিভিন্নজায়গা জলমগ্ন হয়েপরছে। বিগত বছরে দক্ষিনজেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। এতেকরে দক্ষিন জেলায় ব্যাপকহারে ক্ষতিহয়েছে। হঠাৎকরে বর্ষারজলে সমগ্র এলাকায় জলমগ্নহয়েপরে ও বর্ষায় মোকাবিলার সঠিকভাবে প্রস্তুতি না থাকার ফলে অধিকাংশ লোকজনেরা ক্ষতিগ্রস্থহয়েপরে। বর্তমানসময়ে টানা বর্ষারপ্রভাব দেখে বুধবার সকালবেলায় শান্তির বাজার মহকুমার গার্ধাং অশ্বীনি ত্রিপুরা পাড়া, মুহুড়ীপুর ও শান্তির বাজার মুকুট অডিটরায়াম সংলগ্ন এলাকায় মহকুমাশাসকের উদ্দ্যোগে প্রাকৃতিক দুর্যোগের উপর এক বিশেষ মহড়া অনুষ্ঠীত করাহয়। মহকুমা শাসকের উদ্দ্যোগে আজকের এই মোহড়ায় টি এস আর নবম বাহিনী , শান্তির বাজার দমকল বাহিনীর কর্মী, আরক্ষাদপ্তরের কর্মী সহ বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ কর্মীরা অংশগ্রহনকরে। এই মোহড়ায় ভূমি ধ্বস ও জল থেকে কিভাবে নিজেদের রক্ষাকরাযায় ও মহকুমাশাসকের পক্ষথেকে কিভাবে লোকজনেরা সাহায্যপেয়ে নিজেদের রক্ষাকরতে পারবে তানিয়ে প্রশিক্ষন প্রদানকরাহয়। আজকের এই মোহড়া সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত জানান শান্তির বাজার মহকুমাশাসক মনোজকুমার সাহা। তিনি জানান শান্তির বাজার মহকুমার তিনিটি জায়গায় আজকের এই দুর্ঘটনায় ৩৮ জনকে উদ্ধার করাহয়। এরমধ্যে ১০ জন গুরতর আহত হয় তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তিকরাহয়, ২৩ জন সামান্য আহত হয় তাদেরকে প্রাথমিক চিকিৎসারপর ছেরে দেওয়াহয় ও ৫ জন ভূমিধ্বসে মৃতহয় বলে জানান। এছারা আজকের এই অভিযানে গৃহতপালিত পশু পাখিদের উদ্ধার করাহয়বলে জানান মহকুমাশাসক।