বন্ধের কোনো প্রভাব পড়েনি কমলপুর

Jul 10, 2025

বন্ধের কোনো প্রভাব পড়েনি কমলপুর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের শ্রমিক কোড প্রত্যাহারের দাবিতে বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এর মধ্যে রয়েছে সি আই টি ইউ, আইএনটিইউসি, এআইটিইউসি প্রভৃতি সংগঠনগুলিও ।   বাম ট্রেড ইউনিয়ন গুলোর ডাকা বন্ধের কোনো প্রভাব পড়েনি কমলপুর সহ আশপাশ এলাকাগুলোতে। অন্যান্য দিনের মতোই আজও সমস্ত দোকানপাঠ খুলেছে,যানবাহন চলাচল করছে, অফিস কাছারিগুলোতে স্বাভাবিক কাজকর্ম চলছে।