অসহায় শ্রমিকের ৭৪৪৯০ টাকা আত্মসাৎ করার অভিযোগ,বিশালগড় থানায় অভিযোগ দায়ের

Jul 12, 2025

অসহায় শ্রমিকের ৭৪৪৯০ টাকা আত্মসাৎ করার অভিযোগ,বিশালগড় থানায় অভিযোগ দায়ের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  এক অসহায় শ্রমিকের ৭৪৪৯০ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠলো অফিসটিলা গ্রামীণ ব্যাংক এলাকার বাপ্পি চক্রবর্তীর বিরুদ্ধে তার বাবার নাম শংকর চক্রবর্তী। জানাযায় সিধাই মোহনপুর এলাকার অসহায় শ্রমিক হীরালাল দাস বাবার নাম সুনীল দাস। এই শ্রমিককে দিয়ে অফিসটিলা গ্রামীণ ব্যাংক সংলগ্ন এলাকার বাপ্পি চক্রবর্তী বাড়িতে স্টাইল লাগাতে শ্রমিকের সাথে যোগাযোগ করেন। যথারীতি জানুয়ারি মাসে অসহায় শ্রমিক তার বাকি অন্যান্য শ্রমিকদের নিয়ে কাজ সম্পন্ন করে ফেলেন। নগদ ৫০০০০ টাকা সহ পারিশ্রমিক ৭৪৪৯০ টাকা দীর্ঘ সাত মাস ধরে দেবে দিচ্ছি বলে প্রতিনিয়ত তাকে দিনের পর দিন ঘুরাচ্ছে। একটা সময় বাপ্পি চক্রবর্তী সেই শ্রমিককে বলে যদি তার বাড়িতে আসে তাহলে তার পা ভেঙে ফেলবে। অসহায় শ্রমিক তার পারিশ্রমিক পেতে নিরুপায় হয়ে শুক্রবার বিকেলে বিশালগড় থানায় দারস্ত হয়। জানা যায় বাপ্পি চক্রবর্তী নামে এ ব্যক্তি একাধিক লোকের কাছ থেকে বাড়ি ঘর নির্মাণ সামগ্রিক নেওয়ার পর অনেক টাকা মিটিয়ে দেয়নি। এখন দেখার বিষয় প্রশাসন সে অসহায় শ্রমিকের টাকা উদ্ধার করতে কি ভূমিকা গ্রহণ করেন।