চামটিলা স্থিত আনন্দ উদধি চক্রনেমী তে অনুষ্ঠিত হয় প্রথম স্তরীয় এি দিবসীয় ডায়োসিস সেমিনার

Jul 14, 2025

চামটিলা স্থিত আনন্দ উদধি চক্রনেমী তে অনুষ্ঠিত হয় প্রথম স্তরীয় এি দিবসীয় ডায়োসিস সেমিনার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   পানিসাগর মহকুমা অন্তর্গত চামটিলা স্থিত আনন্দ উদধি চক্রনেমী তে অনুষ্ঠিত হয় প্রথম স্তরীয় এি দিবসীয় ডায়োসিস সেমিনার তথা যোগ সেমিনার উপলক্ষে আহুত সাংবাদিক সম্মেলন।উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন সুদূর পশ্চিমবঙ্গ থেকে আগত সেন্ট্রাল আনন্দমার্গ প্রাউট ইউনিট এর সণ্যাসী আচার্য প্রসূনানন্দ অবধূত,চামটিলা আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপাল আচার্য জগৎমিএানন্দ অবধূত,আনন্দমার্গ প্রচারক সংঘের সারারাজ্য এডুকেশন সেক্রেটারি দানেশ পাল,সমাজ সংস্কারক আচার্য ব্রতনিষ্টানন্দ,আনন্দমার্গ প্রচারক সংঘের অন্যতম সদস্য তথা এডভোকেট গৌতম ঘোষ,উওর জেলা ভোক্তি প্রধান হেমেন্দ্র দেব নাথ,সেমিনার অর্গেনাইজার বিকাশ দাস,সারারাজ্য এডুকেশন সচিব বিজিত দেব নাথ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।জানাগেছে বিগত ১১,১২ এবং ১৩ জুলাই তিনদিন ব্যাপী চামটিলা স্থিত আনন্দ উদধীতে অনুষ্ঠিত প্রথম স্তরিত ডায়োসিস সেমিনার উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্থ থেকে আগত আনন্দ মার্গীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।আনন্দ মার্গ প্রচারক সংঘের সন্ন্যাসী সহ আচার্যরা আনন্দ মুর্তিজীর মতাদর্শকে পাথেয় করে দেশ তথা রাষ্ট্রহিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।আনন্দমার্গ কোন রাজনৈতিক রং নয়,বরং রাজনৈতিক দল গুলোর পথ প্রদর্শক বলে উল্লেখ করেন আনন্দমার্গ প্রচারক সংঘ।রাজনৈতিক অঙ্গনে রাজ নেতাদের পথচল থেকে শুরু করে রাজনৈতিক বিস্তার লাভ সহ পটিকাটামোগত দিক দির্ধেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।আধ্যাত্মিক,সামাজিক বিষয়, অতিনন্দন বিজ্ঞান ও ভক্তি যোগ,আমন্দমুর্তীজি প্রদর্শিত প্রাউট এর তিনটি বিষয় প্রথমত বিকল্প ব্যাবস্থা না করে কাউকে জোর করে বাস্তুচ্যুত না করা,দ্বিতীয়ত কাউকে জোর করে ধর্মমতান্তরিত না করা এবং তৃতীয়ত জোর করে কাউকে ওর মাতৃভাষা অবদমন না করা।আনন্দ মার্গ দর্শন ধর্মতথ্য,শিক্ষা,সাহিত্য, শিল্পনিতী,অর্থনিতী,রাষ্ট্র নিতী,বিজ্ঞান সহ মাইক্রোবাইটাল তথ্য নিয়ে প্রায় দুই শতাদিক গ্রন্থ রচনা করে গেছেন আনন্দ মুর্তীজি।সুস্থ শরির এবং সুস্থ মন তৈরি তে সর্বাত্মক জীবনাদর্শ সহ সঠিক মতাদর্শের প্রয়োজন।আনন্দ মুর্তীজির মতাদর্শে বর্তমান দেশ ও সমাজ ব্যাবস্থা অবক্ষয়ের মূল দুটি কারন হলো সর্বাত্ম জীবনাদর্শের অভাব এবং খাটি নেতৃত্বের অভাব।পাশাপাশি এিস্তরিয় মানব জীবন নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে গেছেন তিনি।আনন্দমুর্তীজির মতাদর্শকে তৃনমুল পর্যায়ের ছড়িয়ে দিতে শ্রাস্ত্রবিধী,সাধনা, প্রাণায়াম,আসন এর মতো যোগের দ্বারা প্রভাবিত করে তুলতে আহবান জানান।আনন্দমুর্তিজির মতাদর্শে একটি মানব জীবনে একমাএ আধ্যাত্মিকতাই পারে ভোগবাদ,শষ্যা থেকে দূষন,দূর্নীতি,কাম,ক্রোধ, লোভ,লালশা,মদ,মাশ্চ্যর্য, বাসনা,প্রবিএতা রদ করতে।আধ্যাত্মিকতার নিভির অনুশীলনের মাধ্যমেই একজন মানুষ সর্বার্থ পরিপুরক হয়ে উটবে।আজকাল ভোগবাদ আশ্রিত রাজনিতি দ্বারা যে সমাজ পরিচালিত হবে তাদের জীবন দর্শন হবে আধ্যাত্মিকতা।আধ্যাত্মিকতার পরশমনির স্পর্শ ছাড়া মানুষের জীবন সম্পূর্ণতা পায় না।আধ্যাত্মিক নিবির অনুশীলনের মাধ্যমে একটি মানুষ ধীরে ধীরে একটি পূর্ণ মানুষ হিসেবে পুর্নতা পেতে পারে।আগামীদিনগুলোতে আনন্দমুর্তিজির প্রাউট এর প্রদর্শিত পথে সমাজ ব্যাবস্থা পরিচালিত হতে গিয়ে ফিজিক্যালি ফিট,ম্যান্টালি ডেভল্যাপ্ট এবং স্প্রিচ্যুয়ালি ইলিমেটেড দের নিয়েই দেশ ও সমাজ ব্যাবস্থা পরিচালিত হবে বলে আনন্দমুর্তীজি বিস্তারিত ব্যাখা দিয়ে গেছেন।রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে গিয়ে আনন্দমার্গ প্রচারক সংঘ পরিস্কার ভাবে জানান আনন্দমার্গ কোন দিন রাজনিতীতে বিশ্বাসী ছিলেন না এবং আগামী দিনেও রাজনিতিতে থাকবেনা বলে জানায়।উক্ত প্রথম স্তরিয় এি দিবসীয় ডায়োসিস সেমিনার উপলক্ষে আনন্দ মুর্তিজির মতাদর্শ সহ পথ প্রদর্শনের বিস্তারিত দিক গুলো তুলে ধরার লক্ষেই মূলত অনুষ্টিত হয় উক্ত সাংবাদিক সম্মেলনটি।