তীব্র আগ্নিকাণ্ড ঊনকোটি জেলার কুমারঘাটের পাবিয়াছড়া বাজারে

Jul 14, 2025

তীব্র আগ্নিকাণ্ড ঊনকোটি জেলার কুমারঘাটের পাবিয়াছড়া বাজারে

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    রবিবার রাতে তীব্র আগ্নিকাণ্ড ঊনকোটি জেলার কুমারঘাটের পাবিয়াছড়া বাজারে। আগুনের লেলিহান শিখায় সম্পূর্ন ভষ্মীভূত একটি মোদীর দোকান সহ ক্ষতিগ্রস্ত পাশে থাকা অন্য একটি দোকান। ঘটনাস্থলে পৌছায় কুমারঘাট, পেঁচারথল এবং কাঞ্চনবাড়ীর দমকল বাহিনীর চারটি ইঞ্জিন। দমকল কর্মী এবং স্থানীয়দের তৎপরতায় আয়ত্তে আসে আগুন। ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি এখনো। আগুন লাগার কারন নিয়েও রয়েছে ধোঁয়াশা।
জানাগেছে এদিন রাতে দোকান বন্ধ করে বাড়ীতে যান পাবিয়াছড়া বাজারের ব্যাবসাহী সত্যপাল। এর কিছুক্ষন পরই নিখিল দেবনাথ নামের এক ব্যাক্তি দেখতে পান সেই দোকানের ভেতর দাওদাও করে জ্বলছে আগুন। শুরুহয় চিৎকার চেচামেচি। ততক্ষনে ভয়াবহ রুপ নেয় আগুন। খবর পেয়ে ঘর থেকে বেড়িয়ে আসেন বাজারের আশপাশে থাকা বাসিন্দারা। একটা সময় দোকানের সবকিছুই গ্রাস করেনেয় আগুনের লেলিহান শিখা। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ছুটে যায় কুমারঘাট দমকল বিভাগের দুটি ইঞ্জিন। দমকল কর্মীরা পৌছে আগুন নিয়ন্ত্রনের কাজে হাত লাগায় বলে জানালেন ঐ ব্যাক্তি