নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত আগরতলায়* : বামফ্রন্ট সমর্থিত সি আই টি ইউ অনুমোদিত ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়নের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। রাজধানী আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এদিনের এই সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ এবং শ্রমিক নেতা শংকর প্রসাদ দত্ত, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংগঠনের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিনের এই সম্মেলন সম্পর্কে সংকর প্রসাদ দত্ত বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য বামেরা প্রতিনিয়ত কাজ করে চলছে। বর্তমান সরকার শ্রমিকদের বিরুদ্ধে কাজ করছে এই পরিস্থিতিতে সকলকে একসঙ্গে আন্দোলন করতে হবে। শ্রমিক এবং ময়নাতি মানুষদের জন্য তাদের আন্দোলন চলবে। পরিশ্রমিকদের বিভিন্ন দাবি-দাবাকে সামনে রেখে তারা আগামী দিনেও লড়াই চালিয়ে যাবেন।