নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ডুম্বুরনগর ব্লকের সামনে টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করলো রেগা শ্রমিকরা। উক্ত ঘটনাকে কেন্দ্র করে রেগা শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির পরিবেশ সৃষ্টি হয়। যদিও তৎকালীন সময়ে ডুম্বুরনগর ব্লকের বিডিও -র হস্তক্ষেপে ঘটনা শান্ত হয়। রেগার কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিলে রেগা শ্রমিকরাও শান্ত হয়। ঘটনার বিবরণে জানা যায় ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার ডুম্বুরনগর ব্লক এবং রইস্যাবাড়ী ব্লকের অধীন সব কয়টি এডিসি ভিলেজে নিয়মিত রেগার কাজ অনিয়মিত হয়ে পড়েছে। অভিযোগ বহু এডিসি ভিলেজে ২০২৫-২৬ইং অর্থ বছরে এখন পর্যন্ত মাত্র ছয় শ্রমদিবসের কাজ হয়েছে। প্রশ্ন হলো তাহলে ১০০দিনের কাজের গ্যারান্টি কোথায়। এমনই একটি এডিসি ভিলেজ ডুম্বুরনগর ব্লকের অধীন লক্ষ্মীপুর। লক্ষীপুর এডিসি ভিলেজের রেগা শ্রমিকদের অভিযোগ ২০২৫-২৬ইং অর্থ বছরে গত ছয় মাসে মাত্র ছয়দিনের কাজ পেয়েছেন। কাজের জন্য ডিমান্ড দিতে গেলে উক্ত এডিসি ভিলেজের ভিলেজ সচিব এবং জিআরএস কর্মীরা শ্রমিকদের সঙ্গে বাজে ব্যবহার করে চলেছে। রাত পোহালেই হিন্দু সনাতনীদের বড় মহোৎসব শারদীয়া দুর্গোৎসব। এখন পর্যন্ত কোন রেগার কাজ নেই। ফলে দিশেহারা হয়ে গন্ডাছড়া মহকুমার লক্ষীপুর এডিসি ভিলেজের রেগা শ্রমিকরা দলবদ্ধ হয়ে সোমবার ডুম্বুরনগর ব্লকে হানা দেয় এবং দীর্ঘক্ষন ব্লকের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। সংবাদ পেয়েই ব্লকে ছুটে আসেন গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ এবং টিএসআর জওয়ান। দীর্ঘক্ষন বিক্ষোভ প্রদর্শন চলার পরও ব্লক কর্তৃপক্ষের তরফ থেকে কোন সাড়া না পেয়ে পুলিশ কর্মীদের সামনেই ব্লকের মেইন গেইট বন্ধ করে দিয়ে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখায় রেগা শ্রমিকরা। অবস্থা বেগতিক বুঝে পরিশেষে বিডিও প্রহ্লাদ নোয়াতিয়া বিক্ষোভকারী রেগা শ্রমিকদের সঙ্গে কথা বলে কাজের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলে রেগা শ্রমিকরা তাদের বিক্ষোভ কর্মসূচী তুলে নেন। উক্ত ঘটনাকে কেন্দ্র করে সোমবার থমথমে পরিবেশ সৃষ্টি হয় ডুম্বুরনগর ব্লক চত্বর।