নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে শ্রমজীবী মানুষের পক্ষে জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৬৫০ টাকা করার দাবি সহ মোট ৮ দফা দাবিপত্র নিয়ে মঙ্গলবার ভারতীয় জনতা মজদুর সংঘের পক্ষ থেকে ত্রিপুরা ফরেস্ট ডেভেলপমেন্ট এন্ড প্ল্যান্টেশন কর্পোরেশন লিমিটেডের ম্যানেজারের নিকট একটি প্রতিনিধি দল ডেপুটেশন প্রদান করে। প্রতিনিধি দলের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সঙ্গতি রেখেই শ্রমিকদের মজুরি বাড়ানো প্রয়োজন, নইলে তাঁদের জীবিকা নির্বাহ কার্যত অসম্ভব হয়ে পড়বে। পাশাপাশি শ্রমিকদের অন্যান্য মৌলিক অধিকার এবং সুবিধা নিশ্চিত করার দাবিও তুলে ধরা হয় এদিন।