বিদ্যুতের ছোবলে গুরুতর জখম বাগবাসার দিনমজুর

Sep 10, 2025

বিদ্যুতের ছোবলে গুরুতর জখম বাগবাসার দিনমজুর

 নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   মঙ্গলবার সন্ধ্যা রাতে ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন ৫৫-বাগবাসা বিধানসভা কেন্দ্রের হিন্দুস্তান পাড়ার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা, পেশায় দিনমজুর অজয় তেলি। সূত্রে জানা গেছে, অজয় তেলি তাঁর বন্ধু কৈলাস গোড়ের সঙ্গে একটি মালবাহী গাড়ি করে বয়লার মুরগির ময়লা নিয়ে ধর্মনগরের চারুবাসায় এলাকায় যান। সেখানেই ময়লা নামানোর সময় হঠাৎ উপরে থাকা বৈদ্যুতিক লাইনের একটি তার ছিঁড়ে পড়ে গাড়ির উপর। মুহূর্তের মধ্যে পুরো গাড়ি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং তার ছোবলে গুরুতর আহত হন অজয় তেলি।ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।