নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে গোমতী জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি এবার কিলকারি অ্যাপ চালু করতে চলেছে।এই অ্যাপ গর্ভবতী মহিলা ও শিশুদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে রিয়েল টাইম সতর্কতা দেবে।এর পাশাপাশি মোবাইল অ্যাকাডেমি ও পুরো জেলায় আশা কর্মীদের কর্মজ্ঞান সতেজ করতে এবং যোগাযোগের দক্ষতা বাড়ানোর জন্য চালু করা হচ্ছে। মঙ্গলবার এই উপলক্ষে গোমতী জেলার সদর মহকুমা উদয়পুরে পঞ্চায়েত রাজ ট্রেনিং ইনস্টিটিউটে একদিনের জেলাস্তরের কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় অ্যাপ টি চালু করার জন্য গোমতী জেলার সমস্ত মেডিকেল সুপার, এস ডি এম ও, মেডিকেল অফিসার ইনচার্জ এবং অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকার কথা থাকলেও দেখা গেছে গোমতী জেলার অনেক পি এইচ সি,/ সি এইচ সি চিকিৎসকরা উপস্থিত থাকার কথা থাকলেও অনেকেই আসে নি। কেন্দ্রীয় সরকারের সাথে যুক্ত প্রতিষ্ঠান আরমান নামক সংস্থা থেকে টেস্ট প্রোগ্রাম কর্ডিনেটর শ্রীতমা সরকার , কিলকারি এবং মোবাইল একাডেমীর কাজের বিশদ বিবরণ দিয়ে সকল কর্মকর্তাদের প্রশিক্ষণ দেন। গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর কমল রিয়াং বলেন, কিলকারি একটি কেন্দ্রীয় ইন্টারেটিভ ভয়েস রেসপন্স ভিত্তিক বিনামূল্যে মোবাইল স্বাস্থ্যপরিসেবা। এই অ্যাপ গর্ভাবস্থা, প্রসব এবং শিশু যত্ন সম্পর্কে 72 টি সময়োপযোগী অডিও বার্তা সাপ্তাহিক ভিত্তিতে সরবরাহ করবে। গর্ভাবস্থায় দ্বিতীয় ত্রৈমাসিক থেকে শুরু করে শিশুর এক বছর বয়স পর্যন্ত পরিবার গুলির মোবাইল ফোনে সময় মত বার্তা পেয়ে যাবে বলে জানান কমল রিয়াং। এ ছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডাঃ অর্জুন সাহা, জেলা ডাটা সহকারী মনি শংকর মজুমদার সহ অন্যান্যরা।