গোপন খবরের ভিত্তিতে ধর্মনগর রেলস্টেশন রোড এলাকা থেকে এক মহিলাকে সন্দেহজনকভাবে আটক করা হয়। খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারকে। ছুটে আসেন ঘটনাস্থলে। পাশাপাশি নিয়ম অনুযায়ী খবর দেওয়া হয় প্রশাসনিক আধিকারিক একজন dcm কে। উনাদের সামনে মহিলার কাছে থাকা ব্যাগ থেকে ব্যাগ থেকে ১৯৬০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার কালোবাজারি মূল্য ১০ থেকে ১২ লক্ষ টাকা হবে বলে জানালেন ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা। মিনা দেববর্মার কাছ থেকে আরো জানা যায় মহিলার নাম শুক্লা দেবনাথ বাবার নাম দ্বিজেন্দ্র দেবনাথ বাড়ি কমলা সাগর। তাকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। এই মহিলার সাথে আরো কারা যুক্ত রয়েছে তার তদন্তের জন্য ধর্মনগর থানায় জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ আধিকারিকরা।