Dec 14, 2025
শনিবার কমলপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে দিব্যাঙ্গরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। হীরেন্দ্র নম:শুদ্র বলেন তাদেরকে পরিচয়পত্র দেওয়া হয় কিন্তু সেই পরিচয় পত্রে শুধু দিব্যাঙ্গ ব্যক্তির নাম রয়েছে। বাবার নাম, মায়ের নাম, জন্মতারিখ দেওয়া হয়নি। দিব্যাঙ্গজনদের সামাজিক ভাতা বা স্টাইপেন্ড ফর্মফিলাপ করতে জন্মতারিখ সহ ইউ ডি আই ডি কার্ড খোঁজে কিন্তু উক্ত কার্ডে জন্ম তারিখ না থাকায় দিব্যাঙ্গজনেরা ভুক্তভোগী হচ্ছে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে সরকারের কাছে অনুরোধ জানান। বাইট :-ভারতীয় দিব্যাঙ্গজন সেল ত্রিপুরা শাখার প্রাক্তন সভাপতি হীরেন্দ্র নমশুদ্র।
Copyright ©2025 | News Tripura