এডিসিতে ২৮শে ২৮, বিধানসভায় ২০ থেকে গুনা শুরু হবে-মুখ্যমন্ত্রী

Dec 14, 2025

এডিসিতে ২৮শে ২৮, বিধানসভায় ২০ থেকে গুনা শুরু হবে-মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

মুখ্যমন্ত্রীর গলায় বামপন্থী সুর। এদিন রাজধানীতে জনজাতিদের মহা যোগদান সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, ২৬ শে এডিসির আটাশে ২৮টিই পাবে বিজেপি ।আর ২৮ শে ২০ থেকে বিধানসভার আসন গুনা শুরু করব। এই মহা যোগদান সভায় রাজ্যের বিভিন্ন স্থানের ১১০০ পরিবারের ৫ হাজার ভোটার মথা এবং সিপিআইএম দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন।
এডিসি ভোটের দামামা না বাজলেও ভোটের অংক নিয়ে চলছে টাগ অফ ওয়ার। একদল বলছে আমরাই ২৮শে ২৮ ।আবার অন্যরা বলছে সব আমাদের ।
    বলা বাহুল্য,যারা এসব বলছেন, তারা বর্তমান রাজ্য সরকারেরই দুই শরিক দল।   শনিবার আগরতলায় বিজেপির জনজাতি মহা যোগদান সভায় শোনা গেল এমনই ঘোষণা ।এই ঘোষণা দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।   জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তিপ্রা মথার নেতৃবৃন্দদের সাম্প্রতিক মন্তব্যের সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন ,বিভিন্ন জনেরা বলছেন ২০২৩এ বিভিন্ন কেন্দ্রে তারা যদি প্রার্থী না দিতেন তবে বর্তমান সরকারটাই থাকতো না। তাদের উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন ,2018 সালে আপনারা কোথায় ছিলেন ।তখন তো আপনাদের দেখতে পাওয়া যায়নি ।তিনি আরো বলেন, এটা এডিসির নির্বাচনের জনসভা নয় ।নির্বাচনের ঘন্টা বাজুক ।নির্বাচনের পরে এর চেয়ে বড় সভা খুমুলুঙে করা হবে ।

এদিন কংগ্রেস এবং সিপিএম সম্পর্কেও কথা বলেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, বামফ্রন্টের শাসনে যারা যাদের রক্ত ঝরিয়েছিল ,এখন তারাই রক্তমাখা হাতের সাথে হাত মেলাচ্ছেন। তিনি আরো বলেন ,রাজ্যের মসনদে অনেক দলই ছিল ।কিন্তু জনজাতিদের উন্নয়ন হয় নি। এখনো যে জনজাতিদের সবটাই উন্নয়ন হয়েছে তা নয়। তিনি বলেন ,ছাব্বিশে এডিসি নির্বাচনে ২৮ টির মধ্যে আটাশটি আসোনেই বড় ব্যবধানে নির্বাচিত হবেন বিজেপি প্রার্থীরা ।আর ২৮ এর বিধানসভা নির্বাচনে কুড়ি থেকে বিজেপির আসন গুনা শুরু হবে ।এর আয়নায়ই দেখাচ্ছে আজকের এই জনসভা।

প্রসঙ্গত উল্লেখ্য যে পূর্বতন সরকারের আমলে এক সময়ে বামপন্থী নেতৃবৃন্দের মুখের বলি ছিল এই রকম। তারা বলতেন ,বিধানসভা নির্বাচনের ফলাফলে ২০ থেকে গণনা শুরু হবে বামফ্রন্টের। এই দিনের এই মহা যোগদান সভায় প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ রাজ্য মন্ত্রিসভার বিজেপির সকল সদস্যরাই উপস্থিত ছিলেন ।জনসভায় উপস্থিতির হার ছিল উল্লেখযোগ্য।