হামলার পর প্রতিবাদে গর্জন! ধর্মনগরে বাম নেতা অমিতাভ দত্তের নেতৃত্বে রেগা–গান্ধী নাম বিতর্কে বিক্ষোভ মিছিল

Dec 24, 2025

হামলার পর প্রতিবাদে গর্জন! ধর্মনগরে বাম নেতা অমিতাভ দত্তের নেতৃত্বে রেগা–গান্ধী নাম বিতর্কে বিক্ষোভ মিছিল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

ধর্মনগরে ফের রাজনৈতিক উত্তেজনা। রেগা আইন থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার ধর্মনগর শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করল বামফ্রন্ট। বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন বাম নেতা অমিতাভ দত্ত।

 

উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগে বাম নেতা অমিতাভ দত্তের উপর হামলার ঘটনা ঘটে, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সেই ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে গর্জে উঠতে দেখা গেল তাঁকে।

 

মঙ্গলবারের বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক বাম কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি ধর্মনগর শহরের একাধিক গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে পুনরায় সিপিআইএম কার্যালয়ে এসে শেষ হয়। হাতে লাল পতাকা নিয়ে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা ধর্মনগর শহর।

 

বিক্ষোভকারীদের অভিযোগ, মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে এমজিএনরেগা আইনের মূল ভাবনা ও আদর্শকেই ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে।

 

এদিন মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বাম নেতা অমিতাভ দত্ত কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান। তিনি বলেন—

মহাত্মা গান্ধীর আদর্শকে মুছে ফেলার এই চক্রান্ত আমরা কোনওভাবেই মেনে নেব না। শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় আমাদের আন্দোলন আরও জোরদার হবে।”

 

বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই কর্মসূচি সম্পন্ন হয়।

 

এই প্রতিবাদ আন্দোলনের মাধ্যমে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ইঙ্গিত দিল বাম নেতৃত্ব—এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।